'আমার ছেলেকে সুযোগ দেওয়া হয় না' – BCCI-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ওয়াশিংটন সুন্দরের বাবার

People's Reporter: সুন্দরের বাবা বলেন, "ওয়াশিংটন ধারাবাহিকভাবে খুব ভালো করছে। তবে, লোকেরা তার পারফরম্যান্স এড়িয়ে যায়। অন্যান্য খেলোয়াড়রা নিয়মিত সুযোগ পায়, কেবল আমার ছেলেই তা পায় না”।
ওয়াশিংটন সুন্দর
ওয়াশিংটন সুন্দরছবি - Indian Cricket Team-র ফেসবুক পেজ
Published on

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টের চতুর্থ ইনিংসে জাদেজার সাথে অসাধারণ পার্টনারশিপ গড়ে সেঞ্চুরি করেন ওয়াশিংটন সুন্দর। তারপরই বিসিসিআই-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুন্দরের বাবা এম সুন্দর। তাঁর মতে ধারাবাহিক পারফর্ম করার পরেও তাঁর ছেলেকে নিয়মিত সুযোগ দেয় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সেঞ্চুরি করে দলের হার বাঁচিয়েছেন ওয়াশিংটন সুন্দর। দলের প্রয়োজনে এর আগে বহুবার তিনি নিজেকে প্রমাণ করেছেন। ভারতের হয়ে ১২টি টেস্টে ৪৪.৮৬ গড়ে ব্যাট করেছেন। ৩২টি উইকেটও সংগ্রহ করেছেন। তারপরেও তাঁকে সঠিক সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁর বাবার।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সুন্দরের বাবা বলেন, “ওয়াশিংটন ধারাবাহিকভাবে খুব ভালো করছে। তবে, লোকেরা তার পারফরম্যান্স এড়িয়ে যায় এবং ভুলে যায়। অন্যান্য খেলোয়াড়রা নিয়মিত সুযোগ পায়, কেবল আমার ছেলেই তা পায় না”।

তিনি আরও বলেন, ''নির্বাচকদের উচিত পারফর্ম্যান্স দেখার। ওয়াশিংটনের উচিত চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো ৫ নম্বরে ধারাবাহিকভাবে ব্যাট করা। আমার ছেলে মাত্র এক বা দুটি ম্যাচে ব্যর্থ হলেই বাদ পড়ে। এটা ঠিক নয়। ২০২১ সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াশিংটন ৮৫ রানে অপরাজিত ছিলেন এবং একই বছর আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধেই ৯৬* রান করেছিলেন। ওই দুটি ইনিংস সেঞ্চুরিতে শেষ হলেও তাকে বাদ দেওয়া হত। অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের ক্ষেত্রে কি এই ধরণের মনোভাব বজায় রাখা হয়েছে?”

এমনকি আইপিএল ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও সরব হয়েছেন সুন্দরের বাবা। তিনি বলেন, “গুজরাট টাইটান্সও তাকে নিয়মিত সুযোগ দেয়নি। ২০২৫ সালের আইপিএল এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিপক্ষে সে তার যোগ্যতার প্রমাণ দিয়েছিল। ২৪ বলে ৪৮ রান করেছিল”।

ওয়াশিংটন সুন্দর
ENG vs IND Test: 'বেশি কথা নয়...' - ভারতের দল নির্বাচন নিয়ে গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন মঞ্জরেকরের!
ওয়াশিংটন সুন্দর
ENG vs IND Test: '১০ রান কম করলেও কিছু পরিবর্তন হত না' - সুন্দর-জাদেজার সেঞ্চুরিতে অসন্তুষ্ট স্টোকস!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in