ENG vs IND Test: '১০ রান কম করলেও কিছু পরিবর্তন হত না' - সুন্দর-জাদেজার সেঞ্চুরিতে অসন্তুষ্ট স্টোকস!

People's Reporter: ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের সূত্রপাত স্টোকসের ভারতকে দেওয়া ড্র-র প্রস্তাব।
বেন স্টোকস
বেন স্টোকসছবি - X
Published on

চতুর্থ টেস্টে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের ইনিংসের প্রশংসা করলেও তাঁদের সেঞ্চুরি নিয়ে কটাক্ষ করলেন বেন স্টোকস (Ben Stokes)। তিনি জানান ১০ রান কম করলেও বিশেষ কিছু পরিবর্তন হত না। ইংল্যান্ড অধিনায়কের মতে ম্যাচ যে ড্র হবে তা আগেই বোঝা গিয়েছিল।

ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের সূত্রপাত স্টোকসের ভারতকে দেওয়া ড্র-র প্রস্তাব। ভারত যখন ৭৫ রানের লিডে রয়েছে তখন জাদেজাকে ‘হ্যান্ডশেক’ করে ম্যাচ ড্র করার প্রস্তাব দেন স্টোকস। কারণ বাকি ছিল ১৫ ওভার। ভারতের হাতে ৬ উইকেট। জাদেজা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

জাদেজা এবং সুন্দর সেই সময় সেঞ্চুরির খুব কাছাকাছি ছিলেন। পরে সেঞ্চুরি পূরণ করেন দু’জনেই। স্টোকস সাংবাদিক সম্মেলনে বলেন, “ওরা দুজন যে ইনিংস খেলেছে তা খুবই, খুব ভালো ছিল। ভারত যে পরিস্থিতিতে পড়েছিল, তাতে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। কিন্তু তারপর থেকে একের পর এক অসাধারণ পার্টনারশিপ গড়েছে ভারত। আমার মনে হয় না ৮০, ৯০ রানে অপরাজিত থেকে দলকে বের করে আনার চেয়ে একশো রান করে অপরাজিত থাকাটা খুব বেশি তৃপ্তিদায়ক। কারণ আরও ১০ রান করলেও বিশেষ কিছু পরিবর্তন হত না”।

স্টোকসের প্রস্তাবে ক্ষুব্ধ হন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যদি কেউ ৯০ এবং অন্য কেউ ৮৫ রানে ব্যাট করে, তাহলে কি তাদের সেঞ্চুরি প্রাপ্য ছিল না? ইংল্যান্ডের নিজস্ব খেলোয়াড়রা যদি মাইলফলকের কাছাকাছি থাকত তবে কি তারা চলে যেত? না। আমাদের ছেলেরা ঝড় সামলেছে। তারা সেই শতরান অর্জন করেছে। আমরা কাউকে দয়া করতে এখানে আসিনি। একটা সেঞ্চুরি করা মানে ওই প্লেয়ারটার মধ্যে আত্মবিশ্বাস আসা। সে পরে আরও ভালো খেলার উৎসাহ পাবে”।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও স্টোকসের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “স্টোকসের এটা করা উচিত হয়নি। ক্রিকেট জেন্টলম্যানদের খেলা। তাঁর মাথায় রাখা উচিত ছিল।”

বেন স্টোকস
ENG vs IND Test: ঈশান নন, ঋষভের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে যোগ দেবেন নারায়ণ জগদীশন!
বেন স্টোকস
ENG vs IND Test: ‘দয়া দেখাতে আসিনি’ –স্টোকসের ম্যাচ ড্র করার প্রস্তাব নিয়ে তীব্র কটাক্ষ গম্ভীরের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in