ENG vs IND Test: ঈশান নন, ঋষভের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে যোগ দেবেন নারায়ণ জগদীশন!

People's Reporter: বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের সময় ডান পায়ে ফ্র্যাকচার হওয়া ঋষভ পন্থ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে বাদ পড়েছেন।
ঋষভ পন্থ
ঋষভ পন্থছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

ঈশান কিষাণ নন, ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে ভারতীয় স্কোয়াডে যোগ দেবেন তামিলনাড়ুর উইকেটরক্ষক ব্যাটার নারায়ণ জগদীশন (Narayan Jagadeesan)। প্রথম শ্রেণির ক্রিকেটে সফল এই ক্রিকেটার।

ঋষভের পরিবর্ত হিসেবে প্রথমে ঈশান কিষাণকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তরুণ তারকা সম্প্রতি গোড়ালির চোটে ভুগছেন। সেই কারণে লন্ডনে দলের সাথে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, “ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের সময় ডান পায়ে ফ্র্যাকচার হওয়া ঋষভ পন্থ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে বাদ পড়েছেন। বিসিসিআই মেডিকেল টিম তাঁর অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং দল তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে”।

পাশাপাশি জানানো হয়, পুরুষদের নির্বাচক কমিটি ৩১ জুলাই, ২০২৫ তারিখে ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টের জন্য ঋষভ পন্থের পরিবর্তে নারায়ণ জগদীশনকে দলে অন্তর্ভুক্ত করেছে।

এই নারায়ণ জগদীশন ৫২টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৪৭.৫০ গড়ে ৩,৩৭৩ রান করেছেন। যার মধ্যে ১০টি সেঞ্চুরি এবং ১৪টি হাফসেঞ্চুরিও রয়েছে। ২৯ বছর বয়সী জগদীশন রবিবার সকালেই তাঁর ভিসা পেয়েছেন বলে জানা গেছে এবং মঙ্গলবারের মধ্যে লন্ডনে দলের সাথে যোগ দেবেন। ধ্রুব জুরেলের ব্যাকআপ হিসেবে তিনি থাকবেন।

রঞ্জি ট্রফিতে ২০২৩-২৪ সালে, তিনি ১৩ ইনিংসে ৭৪.১৮ গড়ে ৮১৬ রান করেছিলেন। এরপর ২০২৪-২৫ মরসুমে ১৩ ইনিংসে ৫৬.১৬ গড়ে ৬৭৪ রান করেন।

অন্যদিকে, ঋষভের দল থেকে ছিটকে যাওয়া যে বিরাট ক্ষতি, তা গম্ভীরের কথা শুনেই বোঝা যায়। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "তার জন্য যত প্রশংসাই হোক না কেন, বিশেষ করে ভাঙা পা নিয়ে ব্যাটিং করা মজার ব্যাপার নয়। অতীতে খুব বেশি মানুষ এমনটা করেছে কিনা আমার জানা নেই"।

তিনি আরও বলেন, "আমার মনে হয় আগামী প্রজন্ম এই বিষয়ে কথা বলবে। আর ভবিষ্যতের প্রজন্মের উচিত এটি নিয়ে কথা বলা যে কেউ একজন ভাঙা পা নিয়ে ব্যাট করেছে। আর এটা দুর্ভাগ্যজনক কারণ সে অসাধারণ ফর্মে ছিল। সে টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমি আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং দ্রুত ফিরে আসবে"।

পঞ্চম টেস্টের জন্য ভারতের স্কোয়াড: শুবমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, কুলদীপ যাদব, অংশুল কাম্বোজ, আর্শদীপ সিং এবং এন জগদীশান (উইকেটরক্ষক)।

ঋষভ পন্থ
Asia Cup 2025: টি-২০ ফরম্যাটে হবে ২০২৫ এশিয়া কাপ, ভারত-পাকিস্তান ম্যাচ কবে? দেখুন একনজরে
ঋষভ পন্থ
AIFF: ভারতের কোচের পদে আবেদনই করেননি জাভি! নেপথ্যে এক কলেজ পড়ুয়া! আসল রহস্য কী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in