Asia Cup 2025: টি-২০ ফরম্যাটে হবে ২০২৫ এশিয়া কাপ, ভারত-পাকিস্তান ম্যাচ কবে? দেখুন একনজরে

People's Reporter: নিরপেক্ষ ভেন্যু হিসেবে আবুধাবি ও দুবাইয়ের দুটি স্টেডিয়াম বাছা হয়েছে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৯টি ম্যাচে অংশ নেবে আটটি দল।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

এশিয়া কাপ ২০২৫-র সূচি ঘোষণা করলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রধান মহসিন নাকভি। শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি জানান এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। ভারত পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে আবুধাবি ও দুবাইয়ের দুটি স্টেডিয়াম বাছা হয়েছে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৯টি ম্যাচে অংশ নেবে আটটি দল। গতবার অংশ নিয়েছিল ৬টি দেশ। ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে।

আয়োজক হিসেবে বিসিসিআই থাকলেও চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ মাটিতেই হবে। ২০২৩ সালের মতো এবারও নির্ধারিত ভেন্যুতে নয়, বরং হাইব্রিড মডেলের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। সেখানে প্রত্যেক দল একে অন্যের মুখোমুখি হবে। তারপর দুই সেরা দল খেলবে ফাইনাল। ৯ সেপ্টেম্বর থেকে ম্যাচ শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং হংকং। ২৮ সেপ্টেম্বর ফাইনাল।

গ্রুপ এ - ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী।

গ্রুপ বি - শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং হংকং।

এসিসি সভাপতি মহসিন নাকভি বলেন, “এসিসি পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপ এশিয়ার ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট। আট দলের এই সংস্করণে আমরা খেলাটির ভৌগোলিক এবং প্রতিযোগিতামূলক বিস্তার আরও প্রসারিত করতে পেরেছি।”

ভারত হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৩ সালের ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপে তারা শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল। ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ। ফলে এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হওয়ায় বাড়তি সুবিধা পাবে দেশগুলি।

৭ সেপ্টেম্বর অংশগ্রহণকারী দলগুলির সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর কথা রয়েছে। প্রস্তুতিমূলক ম্যাচের সম্ভাবনা এখনো চূড়ান্ত হয়নি।

প্রতীকী ছবি
ENG vs IND Test: ভুল সিদ্ধান্তেই লিড পেয়েছে ইংল্যান্ড! প্রশ্নের মুখে শুবমন গিলের অধিনায়কত্ব
প্রতীকী ছবি
Joe Root: পন্টিং-কে টপকে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রুট, শচীনের রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in