
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ভারতের তরুণ অধিনায়ক শুবমন গিলের (Shubman Gill) কৌশলগত সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করলেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে গিলের সিদ্ধান্তের কারণেই ইংল্যান্ড বড় লিডের দিকে এগোচ্ছে।
চলতি টেস্ট সিরিজেই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে শুবমন গিলের। কিন্তু তাঁর অধিনায়কত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বোলিং কম্বিনেশন নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি। স্কাই স্পোর্টসে বিশ্লেষণ করতে গিয়ে শাস্ত্রী বলেন, গিলের সিদ্ধান্তে সমস্যা রয়েছে। যার কারণে বাড়তি সুবিধা পেয়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে ৫৪৪/৭ রান করেছে। ১৮৬ রানের লিড রয়েছে। যা নিয়ে শাস্ত্রী বলেন, “ওয়াশিংটন সুন্দরকে এত দেরিতে আনা বড় ভুল। সে এসেই পরপর দুই গুরুত্বপূর্ণ উইকেট নেয় - অলি পোপ ও হ্যারি ব্রুকের। তাকে ৬৭ বা ৬৯ ওভারের বদলে অনেক আগেই আনা উচিত ছিল।”
এছাড়াও, অভিষেক করা অংশুল কাম্বোজকে নতুন বল দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন শাস্ত্রী। তাঁর মতে, “এই সিদ্ধান্ত ইংল্যান্ডের উপর থেকে চাপ কমিয়ে দেয়। অংশুলের বদলে সিরাজের মতো অভিজ্ঞ বোলারকে দিয়ে নতুন বল শুরু করা যেত। কাম্বোজের প্রথম টেস্টেই এমন চাপের মধ্যে নতুন বল তুলে দেওয়া সঠিক হয়নি।”
তবে শাস্ত্রী আশাবাদী, গিল সময়ের সঙ্গে অধিনায়ক হিসেবে উন্নতি করবেন। তাঁর মতে, গিলের এখন দরকার প্রধান কোচ গৌতম গম্ভীর এবং সিনিয়র খেলোয়াড়দের সমর্থন। উদাহরণ হিসেবে বিরাট কোহলির নাম তুলে শাস্ত্রী বলেন, “বিরাট শুরুতে অত্যন্ত আক্রমণাত্মক ছিল, মাঝে মাঝে তাঁকে ড্রেসিংরুম থেকে শান্ত করতে হত। গিল ঠিক উলটো - একটু বেশিই রক্ষণাত্মক। তাঁকে আরও ভারসাম্য রক্ষা করতে হবে।”
ভারত এখন ম্যাচে পিছিয়ে। এই পরিস্থিতিতে গিলের নেতৃত্ব এবং দলের অভ্যন্তরীণ কৌশল নিয়ে উঠে আসা প্রশ্ন রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন