CFL: শনিবার কলকাতা লিগে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, ডার্বির প্রস্তুতি নিয়ে কী জানালেন দুই কোচ?

People's Reporter: মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো বলেন, 'বিপক্ষকে নিয়ে নয়, নিজেদের দল নিয়ে ভাবতে চাই। তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব।'
দুই শিবিরের অনুশীলনের দৃশ্য
দুই শিবিরের অনুশীলনের দৃশ্যছবি - সংগৃহীত
Published on

শনিবার বাঙালির বড়ো ম্যাচ। কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কলকাতা লিগের (CFL) এই ডার্বি জুনিয়রদের হলেও দুটো দলই মর্যাদার লড়াই জিততে মরিয়া।

ডার্বি জিততে দেবজিৎ মজুমদার, ডেভিড লালহানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, মার্তণ্ড রায়না, লালরামসাঙ্গা এবং মার্ক জোথানপুইয়াকে দলে নিয়েছে টিম ইস্টবেঙ্গল। তবে তা নিয়ে বিশেষ কিছু ভাবছেন না মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। তিনি বলেন, "বিপক্ষকে নিয়ে নয়, নিজেদের দল নিয়ে ভাবতে চাই। তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব। ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চাই আমরা। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা খেলছিও ভালো। কলকাতা লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছি"।

তিনি আরও বলেন, "ডার্বিতে আমরা বেশ কিছু সিনিয়র ফুটবলারকেও পাব। দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এবং কিয়ান নাসিরিকে আমরা খেলাব। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তরুণ ফুটবলারদের কাছে যা অনুপ্রেরণার"।

অন্যদিকে, ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, 'সমর্থকদের কাছে ডার্বি জয় সবসময় খুব স্পেশাল। সমর্থকদের জন্যই ডার্বিটা জিততে চাই। আমি দল নিয়ে আশাবাদী।'

ম্যাচ শুরু বিকেল ৫.৩০-এ। দুই দলের সমর্থকদের জন্য করা হয়েছে ফ্যান পার্ক। থাকছে ফুড স্টল থেকে সেলফি জোন সবকিছুই। এছাড়া মহিলা সমর্থকদের মাঠে টানতে তাঁদের জন্য টিকিটের দামে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

দুই শিবিরের অনুশীলনের দৃশ্য
Hulk Hogan: 'কিংবদন্তিকে হারালাম' - হাল্ক হোগানের মৃত্যুতে শোকস্তব্ধ আন্ডারটেকার সহ WWE তারকারা!
দুই শিবিরের অনুশীলনের দৃশ্য
AIFF: বিবেচনাই করা হল না সঞ্জয় সেনের নাম! ভারতের সম্ভাব্য কোচের দৌড়ে এগিয়ে কে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in