

শনিবার বাঙালির বড়ো ম্যাচ। কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কলকাতা লিগের (CFL) এই ডার্বি জুনিয়রদের হলেও দুটো দলই মর্যাদার লড়াই জিততে মরিয়া।
ডার্বি জিততে দেবজিৎ মজুমদার, ডেভিড লালহানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, মার্তণ্ড রায়না, লালরামসাঙ্গা এবং মার্ক জোথানপুইয়াকে দলে নিয়েছে টিম ইস্টবেঙ্গল। তবে তা নিয়ে বিশেষ কিছু ভাবছেন না মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। তিনি বলেন, "বিপক্ষকে নিয়ে নয়, নিজেদের দল নিয়ে ভাবতে চাই। তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব। ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চাই আমরা। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা খেলছিও ভালো। কলকাতা লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছি"।
তিনি আরও বলেন, "ডার্বিতে আমরা বেশ কিছু সিনিয়র ফুটবলারকেও পাব। দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এবং কিয়ান নাসিরিকে আমরা খেলাব। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তরুণ ফুটবলারদের কাছে যা অনুপ্রেরণার"।
অন্যদিকে, ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, 'সমর্থকদের কাছে ডার্বি জয় সবসময় খুব স্পেশাল। সমর্থকদের জন্যই ডার্বিটা জিততে চাই। আমি দল নিয়ে আশাবাদী।'
ম্যাচ শুরু বিকেল ৫.৩০-এ। দুই দলের সমর্থকদের জন্য করা হয়েছে ফ্যান পার্ক। থাকছে ফুড স্টল থেকে সেলফি জোন সবকিছুই। এছাড়া মহিলা সমর্থকদের মাঠে টানতে তাঁদের জন্য টিকিটের দামে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন