
সর্বকালের সেরা WWE পারফর্মারদের অন্যতম ছিলেন হাল্ক হোগান (Hulk Hogan)। ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে রেসলিং জগতে শোকের ছায়া। তারকা রেসলারের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন ট্রিপল এইচ, আন্ডারটেকার সহ অন্যান্য তারকারা।
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হোগান। ভর্তির কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এক্স মাধ্যমে আন্ডারটেকার লেখেন, “রেসলিং জগৎ একজন সত্যিকারের কিংবদন্তিকে হারিয়েছে। তাঁর অবদান অপরিসীম এবং এর জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ, হাল্ক হোগান”।
শোকজ্ঞাপন করেছেন আরেক তারকা রেসলার ট্রিপল এইচ। তিনি লেখেন, ‘হাল্ক ছিলেন একজন সুপারস্টার। লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা তিনি। দ্য হাল্কস্টারের মতো কেউ ছিল না এবং খুব সম্ভবত আর কেউ হতে পারে না। আমার পরিবার তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি সমবেদনা জানায়’।
WWE-এর সহ-প্রতিষ্ঠাতা ভিন্স ম্যাকমাহন বলেন, “তিনি একজন পথিকৃৎ ছিলেন। প্রথম রেসলিং পারফর্মার যিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে রেসলিংকে বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছিলেন।”
হোগানের আসল নাম ছিল টেরি জিন বোলিয়া। ১৯৮০ এবং ৯০-এর দশকে WWE-কে একটি বিশ্বব্যাপী বিনোদনের রূপ দেওয়ার পেছনে অন্যতম প্রধান চালিকাশক্তি ছিলেন তিনি। ১৯৮৫ সালে প্রথম রেসলম্যানিয়ার মূল আকর্ষণ ছিলেন হোগানই। আন্দ্রে দ্য জায়ান্ট, র্যান্ডি স্যাভেজ, দ্য রক, এমনকি WWE সহ-প্রতিষ্ঠাতা ভিন্স ম্যাকমাহনের সঙ্গেও রিংয়ে তাঁর মুখোমুখি হওয়া ম্যাচগুলি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে।
২০১৫ সালে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে WWE তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল এবং তাঁকে হল অফ ফেম থেকে সরিয়ে দিয়েছিল। পরে হোগান অবশ্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন। ২০১৮ সালে WWE তাঁকে পুনরায় হল অফ ফেমে অন্তর্ভুক্ত করে।
হোগানের লাল-হলুদ পোশাক, বিশাল চেহারা এবং চেনা গোঁফ আজও ভক্তদের মনে এক বিশাল ছাপ ফেলে। রিংয়ে তার চিহ্নিত "টি-শার্ট ছেঁড়া" দৃশ্য এখনও স্মরণীয়। হাল্ক হোগান চলে গেলেন, কিন্তু তাঁর অবদান WWE-এর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন