Asia Cup 2025: ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কাটতে চলেছে এশিয়া কাপ নিয়ে তৈরি সমস্ত জটিলতা

People's Reporter: ২০২৫ এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। ফলে ভারত অথবা পাকিস্তান কোনও দেশেরই ম্যাচের ভেন্যু নিয়ে আপত্তি থাকার কথা নয়।
Asia Cup 2025: ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কাটতে চলেছে এশিয়া কাপ নিয়ে তৈরি সমস্ত জটিলতা
ছবি - সংগৃহীত
Published on

এশিয়া কাপে (Asia Cup) দেখা যেতে পারে ভারত-পাক দ্বৈরথ। এই টুর্নামেন্ট নিয়ে তৈরি হওয়া সমস্ত জটিলতাও দূর হয়ে যেতে পারে। তবে নিরপেক্ষ ভেন্যুতেই খেলবে দুই দেশ।

সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, ২০২৫ এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। ফলে ভারত অথবা পাকিস্তান কোনও দেশেরই ম্যাচের ভেন্যু নিয়ে আপত্তি থাকার কথা নয়। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক সূত্র মারফত জানা যাচ্ছে, বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) আরব আমিরশাহীতেই আসন্ন এশিয়া কাপের ম্যাচ আয়োজন করবে এবং ভারত সম্ভবত দুবাইতেই তাদের সব ম্যাচ খেলবে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, 'প্রতিযোগিতা ও সূচি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিনের মধ্যেই করা হবে। আমি গুজবে বিশ্বাস করি না। আমাদের সহ-সভাপতি রাজীব শুক্লাজি এসিসির সভায় উপস্থিত ছিলেন এবং খুব শীঘ্রই সদস্যদের ব্রিফ করবেন। সকলে অপেক্ষা করুন।'

ঢাকায় অনুষ্ঠিত এসিসি সভায় উপস্থিত ছিলেন এসিসি চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নকভি। ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমরা শীঘ্রই ঘোষণা করব। বিসিসিআই-যএর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং কিছু বিষয় আছে, যা আমরা দ্রুত মেটাব। ২৫ জন সদস্যই সভায় ছিলেন – কেউ সশরীরে, কেউ ভার্চুয়ালি”।

সূত্রের খবর, বিসিসিআই-এর অনুরোধে এসিসি বৈঠকে আলোচ্য ১০টি বিষয়ের মধ্যে মাত্র দুটি বিষয়ের আলোচনা হয়। এই সিদ্ধান্তই ইঙ্গিত দেয় যে বিসিসিআই আসন্ন এশিয়া কাপের ভেন্যু এবং সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। তবু ভারতের ইউএই সফর এবং পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। রাজনৈতিক জটিলতার কারণে গত কয়েক বছর ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও, এশিয়া কাপের মঞ্চে আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে এক বড় খবর।

Asia Cup 2025: ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কাটতে চলেছে এশিয়া কাপ নিয়ে তৈরি সমস্ত জটিলতা
AIFF: বিবেচনাই করা হল না সঞ্জয় সেনের নাম! ভারতের সম্ভাব্য কোচের দৌড়ে এগিয়ে কে?
Asia Cup 2025: ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কাটতে চলেছে এশিয়া কাপ নিয়ে তৈরি সমস্ত জটিলতা
ENG vs IND Test: ভাঙা পায়ে খেলা হবে! গুরুতর চোটের পরেও দলের জন্য ব্যাট করতে প্রস্তুত ঋষভ পন্থ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in