
অনেক আশা করে ভারতের কোচের পদে আবদেন করেছিলেন সঞ্জয় সেন। কিন্তু তাঁর নাম বিবেচনাই করা হল না। ভারতের পরবর্তী কোচের জন্য যারা আবেদন করেছিলেন তাঁদের মধ্যে খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন আর স্টেফান টারকোভিচের নাম ফেডারেশনের কোচেস কমিটি শর্টলিস্ট করেছে।
৩ জনের মধ্যে একজনকে ইন্টারভিউর মাধ্যমে অথবা সরাসরি নিয়োগ করা হবে। এঁদের মধ্যে কোচের দৌড়ে এগিয়ে খালিদ জামিলই। তার কারণ তিনি ভারতীয় এবং কোচ হিসেবে সফলও। মুম্বই এফসি ও আইজলকে আই লিগ চ্যাম্পিয়ন করা ছাড়াও জামশেদপুর এফসির মত কম বাজেটের দলকেও আইএসএলে সাফল্য দিয়েছেন খালিদ।
স্টিফেন কনস্টানটাইন ২০০২ থেকে ২০০৫ এবং ২০১৫-১৯ কার্যক্রমে ভারতের কোচ ছিলেন। তিনি ১৭৩ থেকে ভারতের র্যাঙ্কিং একসময়ে ৯৭-তে নিয়ে আসেন। এছাড়া পাকিস্তান, নেপাল, মালাউই, ইস্টবেঙ্গলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
টারকোভিচ কিরগিজস্থান, স্লোভাকিয়াতে কোচিং করিয়েছেন। তবে সঞ্জয় সেন কিন্তু আই লিগ, সন্তোষ ট্রফি, আইএফএ শিল্ড জয়ী কোচ। তাঁকে কেন ফেডারেশন বিবেচনা করলো না? তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে সঞ্জয় সেন বলেন, 'আমার এই নিয়ে কিছুই বলার নেই। ফেডারেশন যেটা ঠিক মনে করেছে সেটা করেছে। দেশের কোচিং করা সম্মানের, সেটা মনে করেছিলাম বলেই আবেদন করেছিলাম। যিনি কোচ হবেন তাঁর জন্য শুভেচ্ছা রইল। ভারতীয় ফুটবলকে তিনি উপরের দিকে নিয়ে যাবেন সেই আশা রাখি।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন