AIFF: বিবেচনাই করা হল না সঞ্জয় সেনের নাম! ভারতের সম্ভাব্য কোচের দৌড়ে এগিয়ে কে?

People's Reporter: ভারতের পরবর্তী কোচের জন্য যারা আবেদন করেছিলেন তাঁদের মধ্যে খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন আর স্টেফান টারকোভিচের নাম ফেডারেশনের কোচেস কমিটি শর্টলিস্ট করেছে।
সঞ্জয় সেন
সঞ্জয় সেনছবি - সংগৃহীত
Published on

অনেক আশা করে ভারতের কোচের পদে আবদেন করেছিলেন সঞ্জয় সেন। কিন্তু তাঁর নাম বিবেচনাই করা হল না। ভারতের পরবর্তী কোচের জন্য যারা আবেদন করেছিলেন তাঁদের মধ্যে খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন আর স্টেফান টারকোভিচের নাম ফেডারেশনের কোচেস কমিটি শর্টলিস্ট করেছে।

৩ জনের মধ্যে একজনকে ইন্টারভিউর মাধ্যমে অথবা সরাসরি নিয়োগ করা হবে। এঁদের মধ্যে কোচের দৌড়ে এগিয়ে খালিদ জামিলই। তার কারণ তিনি ভারতীয় এবং কোচ হিসেবে সফলও। মুম্বই এফসি ও আইজলকে আই লিগ চ্যাম্পিয়ন করা ছাড়াও জামশেদপুর এফসির মত কম বাজেটের দলকেও আইএসএলে সাফল্য দিয়েছেন খালিদ।

স্টিফেন কনস্টানটাইন ২০০২ থেকে ২০০৫ এবং ২০১৫-১৯ কার্যক্রমে ভারতের কোচ ছিলেন। তিনি ১৭৩ থেকে ভারতের র‍্যাঙ্কিং একসময়ে ৯৭-তে নিয়ে আসেন। এছাড়া পাকিস্তান, নেপাল, মালাউই, ইস্টবেঙ্গলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

টারকোভিচ কিরগিজস্থান, স্লোভাকিয়াতে কোচিং করিয়েছেন। তবে সঞ্জয় সেন কিন্তু আই লিগ, সন্তোষ ট্রফি, আইএফএ শিল্ড জয়ী কোচ। তাঁকে কেন ফেডারেশন বিবেচনা করলো না? তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে সঞ্জয় সেন বলেন, 'আমার এই নিয়ে কিছুই বলার নেই। ফেডারেশন যেটা ঠিক মনে করেছে সেটা করেছে। দেশের কোচিং করা সম্মানের, সেটা মনে করেছিলাম বলেই আবেদন করেছিলাম। যিনি কোচ হবেন তাঁর জন্য শুভেচ্ছা রইল। ভারতীয় ফুটবলকে তিনি উপরের দিকে নিয়ে যাবেন সেই আশা রাখি।'

সঞ্জয় সেন
Messi: ২৬ বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইউরোপে ফিরতে পারেন মেসি! জল্পনা তুঙ্গে
সঞ্জয় সেন
CAB: নির্বাচনের আগে ফের দুর্নীতির অভিযোগ সিএবি-তে! এবার অভিযুক্ত সৌরভ ঘনিষ্ট অম্বরীশ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in