Messi: ২৬ বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইউরোপে ফিরতে পারেন মেসি! জল্পনা তুঙ্গে

People's Reporter: তিন বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া সুপারস্টার মেসি এখনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন।
লিওনেল মেসি
লিওনেল মেসিছবি - ইন্টার মিয়ামির ফেসবুক পেজ
Published on

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে ইউরোপে ফিরতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এল এম টেন। সম্প্রতি ফুটবল বিশ্বে এমনই জল্পনা চলছে।

তিন বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া সুপারস্টার মেসি এখনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন। চলতি মেজর লিগ সকারেও অনবদ্য ফর্মে রয়েছেন মেসি। ইন্টার মিয়ামির হয়ে চলতি মরসুমে ১৬টি ম্যাচে ১৫ গোল এবং ৬টি অ্যাসিস্ট করে অসাধারণ ফর্মে রয়েছেন। যদিও তিনি আনুষ্ঠানিক ভাবে মেজর লিগ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেননি।

সম্প্রতি মেসিকে তাঁর প্রাক্তন সতীর্থ এবং বর্তমানে ইতালির সিরি এ ক্লাব কোমোর পরিচালক সেস্ক ফ্যাব্রেগাসের বাড়িতে দেখা যাওয়ায় এই জল্পনা আরও তীব্র হয়েছে। যদিও ফ্যাব্রেগাস পরিষ্কার করেছেন যে, এটি একটি ব্যক্তিগত সফর ছিল। তাঁর কথায়, "লিও ছুটিতে আমার বাড়িতে ছিল। সে কিছু বন্ধুদের সাথে দেখা করতে এসেছিল। আমরা বন্ধু, আমাদের স্ত্রী এবং বাচ্চারাও ছিল। কিন্তু সে এখন যুক্তরাষ্ট্রেই রয়েছে।"

নতুন করে সিরি এ-তে উন্নতি হওয়া কোমো ক্লাব গ্রীষ্মকালীন দলবদল বাজারে বেশ সক্রিয় এবং তারা স্কোয়াড শক্তিশালী করতে আগ্রহী। স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার সাথে তাদের নাম ইতিমধ্যেই জড়িয়েছে। যদিও ফ্যাব্রেগাস মেসিকে নিয়ে কিছুই নিশ্চিত করেননি। তিনি বলেন, "আমি এমন কিছু নিয়ে কথা বলি না যা ১০০% নিশ্চিত নয়।"

বিশ্ব ফুটবলে মেসির ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই। তবে ২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপে তাঁর ফেরা ফুটবলবিশ্বে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

লিওনেল মেসি
ENG vs IND Test: হয় সবকিছু দিন, নয় বিশ্রাম নিন - চতুর্থ টেস্টের আগে বুমরাহকে বার্তা প্রাক্তন তারকার
লিওনেল মেসি
Alcaraz: 'শারীরিক ও মানসিক বিশ্রাম দরকার' - কানাডিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার কার্লোস আলকারাজের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in