জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ

ENG vs IND Test: হয় সবকিছু দিন, নয় বিশ্রাম নিন - চতুর্থ টেস্টের আগে বুমরাহকে বার্তা প্রাক্তন তারকার

People's Reporter: বুধবার ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ টেস্ট শুরু করবে ভারত। সিরিজে সমতা ফেরাতে হলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
Published on

চলতি ইংল্যান্ড সফরের চতুর্থ টেস্টকে ভারতের জন্য ‘মাস্ট উইন’ ম্যাচ হিসেবে দেখছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। সেই জন্যই দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিলেন তিনি।

বুধবার ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ টেস্ট শুরু করবে ভারত। সিরিজে সমতা ফেরাতে হলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। ইরফান পাঠান তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, "আমি বুমরাহকে ভালোবাসি, তাঁর দক্ষতা অসাধারণ। কিন্তু যখন আপনি ভারতের হয়ে খেলেন তখন আপনাকে আপনার সর্বস্ব দিতে হবে। হয় আপনি সবকিছু দিন, নয়তো বিশ্রাম নিন। দল সবসময় আগে।"

এই বক্তব্যের পেছনে উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের সাহসিকতা। লিডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্টোকস ৪৪ ওভার বল করেন, ব্যাট হাতে ৪৪ ও ৩৩ রান করেন এবং ঋষভ পন্থকে গুরুত্বপূর্ণ মুহূর্তে রান আউট করেন। শেষ দিন সকালের দৃঢ় স্পেলে কেএল রাহুলের উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

এদিকে, জোফরা আর্চারও চার বছর পর টেস্টে প্রত্যাবর্তন করে স্টোকসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বল করেন এবং ৫ উইকেট নিয়ে ম্যাচে প্রভাব ফেলেন। বুমরাহ এজবাস্টন টেস্টে বিশ্রামের পর ৪৩ ওভার বল করে নিজের ফর্মে ফিরে আসেন। তবে পাঠান মনে করেন, এই মুহূর্তে ভারতের জয়ের জন্য প্রয়োজন অতিরিক্ত কিছু।

পাঠান বলেন, "তিনি প্রচেষ্টা করেননি এমনটা বলছি না। তিনি অনেক ওভার বোলিং করেছেন। কিন্তু যখন দলের প্রয়োজন, তখন আপনাকে বেন স্টোকসের মতো সেই অতিরিক্ত দায়িত্ব নিতেই হবে"।

সিরিজে টিকে থাকতে হলে এই টেস্ট জিততেই হবে শুবমন গিলদের। তার আগে ভারতীয় দলকে চিন্তায় রাখছে ক্রিকেটারদের ইনজুরি সমস্যা।

জসপ্রীত বুমরাহ
ENG vs IND Test: চতুর্থ টেস্টের আগে জোড়া চোট সমস্যায় ভারত! দলে যোগ দিলেন তরুণ পেসার
জসপ্রীত বুমরাহ
ICC: আফগান মহিলাদের ক্রিকেটে ফেরাতে বিশেষ উদ্যোগ ICC-র! সাহায্য করবে ভারতও
জসপ্রীত বুমরাহ
ICC টুর্নামেন্টে এই জাতীয়তাবাদ থাকবে তো? - WCL-এ ভারত-পাক ম্যাচ বাতিল নিয়ে কটাক্ষ আরও এক পাক তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in