ENG vs IND Test: চতুর্থ টেস্টের আগে জোড়া চোট সমস্যায় ভারত! দলে যোগ দিলেন তরুণ পেসার

People's Reporter: অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং পেসার আর্শদীপ সিং সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। বেকেনহ্যামে একটি নেট সেশনের সময় আর্শদীপ সিংয়ের বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত লাগে।
দল থেকে ছিটকে গেলেন নীতিশ কুমার রেড্ডি
দল থেকে ছিটকে গেলেন নীতিশ কুমার রেড্ডিছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে একাধিক চোট সমস্যা ভারতীয় দলকে চিন্তায় ফেলেছে। অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং পেসার আর্শদীপ সিং সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। চোটপ্রবণতা ও স্কোয়াডের ভারসাম্য বজায় রাখতে বোর্ড নতুন মুখ হিসেবে পেসার অংশুল কাম্বোজকে দলে অন্তর্ভুক্ত করেছে।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি বাম হাঁটুর চোটে আক্রান্ত। তিনি দেশে ফিরে যাচ্ছেন এবং আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

পেসার আর্শদীপ সিংও চোটে আক্রান্ত হয়েছেন। বেকেনহ্যামে একটি নেট সেশনের সময় তার বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত লাগে। বিসিসিআই জানিয়েছে, মেডিকেল টিম আর্শদীপের চোটের ওপর নজর রাখছে।

এই চোটের কারণে জাতীয় নির্বাচক কমিটি চেন্নাই সুপার কিংসের উদীয়মান পেসার অংশুল কাম্বোজকে দলে নিয়েছে। ম্যানচেস্টারে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

চতুর্থ টেস্টটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছেন শুবমন গিলরা। এই ম্যাচ জিতে সমতা ফেরাতে মরিয়া ভারত। ফাস্ট বোলার আকাশ দীপের ফিটনেস নিয়েও কিছুটা সংশয় থাকলেও তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে। বুমরাহকে নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত নয়।

ভারতের স্কোয়াড যেমন হতে পারে (চতুর্থ টেস্টের জন্য) -

শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শসন, অভিমন্যু ঈশ্বরন, করুন নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, কুলদীপ যাদব এবং অংশুল কাম্বোজ।

দল থেকে ছিটকে গেলেন নীতিশ কুমার রেড্ডি
Asia Cup 2025: ঢাকায় ACC-র বার্ষিক সভা অনুষ্ঠিত হলে 'বয়কট' করবে ভারত! অনিশ্চয়তায় এশিয়া কাপ
দল থেকে ছিটকে গেলেন নীতিশ কুমার রেড্ডি
পেনাল্টি শটের ফিরতি বলে আর গোল নয়! ২৬ বিশ্বকাপের আগে ফুটবলের একাধিক নিয়মে পরিবর্তনের সম্ভাবনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in