পেনাল্টি শটের ফিরতি বলে আর গোল নয়! ২৬ বিশ্বকাপের আগে ফুটবলের একাধিক নিয়মে পরিবর্তনের সম্ভাবনা

People's Reporter: ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি মনে করছে যে, পেনাল্টি থেকে ফিরতি শট পেনাল্টি নেওয়া দলকে ‘অন্যায্য সুবিধা’ দেয়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - X
Published on

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আগে ফুটবলের নিয়মে বড় ধরণের পরিবর্তনের ভাবনা সামনে এসেছে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (IFAB) কিছু পুরোনো ও বিতর্কিত নিয়ম আমূল পরিবর্তনের বিষয় বিবেচনা করছে। যার মধ্যে অন্যতম, পেনাল্টি শট মিস হলে ফিরতি বল থেকে গোলের সুযোগ নিষিদ্ধ করা এবং দ্বিতীয় হলুদ কার্ডে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) হস্তক্ষেপ চালু করা।

ম্যাচের মধ্যে প্রতিপক্ষের ফুটবলারকে ডি বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি দেওয়ার নিয়ম সকলেরই জানা। পেনাল্টি থেকে ফুটবলার যদি প্রথম শটে গোল করতে ব্যর্থ হন বা গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে আসা ফিরতি বলেই পুনরায় গোল করার সুযোগ থাকে। কিন্তু এবার সেই নিয়ম তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।

দ্য সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি মনে করছে যে, পেনাল্টি থেকে ফিরতি শট পেনাল্টি নেওয়া দলকে ‘অন্যায্য সুবিধা’ দেয়। বিশেষজ্ঞদের মতে, একটি ফাউলের শাস্তি হিসেবে পেনাল্টি যথেষ্ট হলেও রিবাউন্ড থেকে দ্বিতীয়বার গোলের সুযোগ খেলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

এই পরিবর্তনের ফলে, পেনাল্টি মিস হলে ম্যাচ সরাসরি গোল কিকে রূপান্তরিত হতে পারে এবং খেলোয়াড়দের পেনাল্টি বক্সে ঢোকার টাইমিং সংক্রান্ত বিতর্কও অনেকাংশে হ্রাস পাবে।

এছাড়াও, ২০২৬ বিশ্বকাপের আগে ভিএআরের হস্তক্ষেপের ক্ষেত্র সম্প্রসারণের কথাও ভাবা হচ্ছে। এতে ভিডিও রেফারিরা এখন দ্বিতীয় হলুদ কার্ড, বিতর্কিত কর্নার বা যে কোনও ‘স্পষ্ট ত্রুটি’-র ক্ষেত্রেও সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারবেন।

বিশেষজ্ঞ মহলে এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, আইএফএবি মনে করছে সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নই ভবিষ্যৎ ফুটবলের মান উন্নয়নে সহায়ক হবে।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে, যা ফুটবল ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে। সেই বিশ্বকাপকে আরও নিখুঁত ও ন্যায্য করে তুলতেই এই সম্ভাব্য পরিবর্তনগুলির কথা ভাবা হচ্ছে।

প্রতীকী ছবি
BCCI: IPL যেন সোনার খনি, ১ বছরে বিসিসিআই-র আয় প্রায় ১০ হাজার কোটি টাকা!
প্রতীকী ছবি
'সঠিক পরিকল্পনা থাকলে ভারত বিশ্বকাপ খেলবে' - অবসর নিয়েও আশাবাদী মহিলা ফুটবলের অন্যতম মুখ অদিতি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in