
ভারতের মহিলা ফুটবল দলের অন্যতম মুখ অদিতি চৌহান। সদ্য তিনি ফুটবল থেকে অবসর নিয়েছেন। অবসর নিয়েই আবেগপ্রবণ তিনি। অদিতির মতে সঠিক পরিকল্পনা থাকলে ভারতের মহিলা ফুটবল দল বিশ্বকাপ খেলবে।
অদিতি জানান, 'ফুটবল খেলতে শুরু করেছিলাম মজা করার জন্য। তখন জানতামই না যে একটা জাতীয় দল আছে। যখন শুরু করেছিলাম, তখন কল্পনাও করিনি যে আমি এত কিছু অর্জন করব। যা পেয়েছি সেটা স্বপ্নেও ভাবিনি।'
ভারতের হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন এই গোলকিপার। ২০১২, ২০১৬ ও ২০১৯ সালে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জেতে ভারত। তাতে অদিতির বড়ো ভূমিকা ছিল। এছাড়াও সাউথ এশিয়ান গেমসে সোনাও জিতেছেন তিনি।
অদিতি আরও বলেন, "গত বছর দ্বিতীয় এসিএল ইনজুরি থেকে ফিরে আইডাব্লিউএল খেলতে নামি। ফিরে আসার একটাই উদ্দেশ্য ছিল - আবার ফুটবলের আনন্দ ফিরে পাওয়া। আমি চাইনি ইনজুরির সঙ্গে ফুটবলকে বিদায় জানাতে। আমি নিশ্চিত কেউ না কেউ আমার জায়গা নেবে। দেশে অনেক প্রতিভা আছে।'
ওয়েস্ট হ্যাম থেকে ২০১৮ সালে দেশে ফিরে আসেন অদিতি। ২০১৯-২০ মরসুমে গোকুলাম কেরালা এফসি-তে যোগ দেন। সেই ক্লাবের হয়েই ২০১৯-২০ এবং ২০২১-২২ আইডাব্লিউএল জেতেন তিনি। এছাড়া এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পৌঁছে তৃতীয় স্থানে শেষ করেন।
তাঁর নেতৃত্বে একটি তরুণ দল তলানির অবস্থান থেকে উঠে এসে সেরা তিনে জায়গা করে নেয়। তবুও, নিজের জায়গা ছেড়ে দেওয়ার সময় যে এসে গেছে, সেটা বুঝেছিলেন তিনি।
ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী অদিতি। তিনি জানান, "আমি বিশ্বাস করি সঠিক পরিকল্পনা আর তার বাস্তবায়ন থাকলে আমরা বিশ্বকাপে যেতে পারব। এটা এশিয়া কাপের জন্য করা প্রস্তুতির ফলাফল এবং এটা দারুণ এক ব্যাপার।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন