
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) আসন্ন বার্ষিক সাধারণ সভা (AGM) ‘বয়কট’ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে এই সাধারণ সভা। এখানেই আপত্তি ভারতের। একাধিক সূত্র মারফত খবর, এই সভায় গৃহীত কোনও সিদ্ধান্তকে মান্যতা দেবে না বিসিসিআই।
বর্তমানে এসিসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সূত্রের খবর, ঢাকায় সাধারণ সভা আয়োজন করে ভারতের উপর ‘অপ্রয়োজনীয় কূটনৈতিক চাপ’ সৃষ্টি করতে চাইছে পাকিস্তান। যেটা মেনে নেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে ছয় দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের আয়োজক হচ্ছে ভারত। কিন্তু এখনও পর্যন্ত ACC অফিসিয়ালি ভেন্যু ও সময়সূচী ঘোষণা করেনি। সেপ্টেম্বর মাসকে অনানুষ্ঠানিক সময় হিসেবে ধরা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। বিসিসিআই সভার ভেন্যু পরিবর্তনের আবেদন জানালেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি এসিসি-র তরফ থেকে।
সূত্রের খবর, এশিয়া কাপ কেবল তখনই অনুষ্ঠিত হতে পারে যদি সভার ভেন্যু ঢাকা থেকে পরিবর্তন করা হয়। মহসিন নাকভি ঢাকায় সভা করলে বিসিসিআই যেকোনো প্রস্তাব বর্জন করবে।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে বিসিসিআই এই অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিসিসিআই ও বিসিবি পারস্পরিক সমঝোতায় ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বাংলাদেশ সফর স্থগিত করেছে।
প্রসঙ্গত, ভারত বর্তমানে এশিয়া কাপের চ্যাম্পিয়ন। ২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারত খেলতে অস্বীকার করেছিল এবং শ্রীলঙ্কাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়। এমনকি চলতি বছরে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত দুবাইতে তাদের ম্যাচগুলি খেলে।
বর্তমানে এশিয়া কাপের ভবিষ্যৎ এবং আগামি দিনে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক কোন পথে এগোবে, তা নির্ধারিত হবে এই সভার অবস্থান এবং সিদ্ধান্তে। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন