ICC টুর্নামেন্টে এই জাতীয়তাবাদ থাকবে তো? - WCL-এ ভারত-পাক ম্যাচ বাতিল নিয়ে কটাক্ষ আরও এক পাক তারকার

People's Reporter: রবিবার যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ডস দল পাকিস্তাস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে।
ICC টুর্নামেন্টে এই জাতীয়তাবাদ থাকবে তো? - WCL-এ ভারত-পাক ম্যাচ বাতিল নিয়ে কটাক্ষ আরও এক পাক তারকার
ছবি - সংগৃহীত
Published on

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL)-এর ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া নিয়ে দুই দেশের ক্রীড়া মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এমনকি নাম না করে ধাওয়ানকে পচা ডিম বলেও কটাক্ষ করেন শাহীদ আফ্রিদি। ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে ভারত-পাক মুখোমুখি হলে সেখানে ভারতের ভূমিকা কী হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।

রবিবার যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ডস দল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে। প্রদর্শনী ম্যাচ হলেও এই ঘটনায় পাক ক্রিকেটারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভারতের এই সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার সালমান বাট। তিনি বলেন, “আপনি যদি এখন খেলতে না চান, তাহলে ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টেও একই অবস্থানে থাকুন। প্রতিশ্রুতি দিন যে ভারত বিশ্বকাপ বা কোনও আইসিসি ইভেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না।”

তাঁর মতে, এই সিদ্ধান্ত ক্রিকেটে ‘জাতীয়তাবাদের’ অজুহাতে চাপ সৃষ্টির ইঙ্গিত দেয়। তিনি জানান, যাঁরা খেলতে চেয়েছিলেন, তাঁরাও এখন কিছু ‘নির্ধারক’ ব্যক্তির সিদ্ধান্তের চাপে পড়ে খেলেননি।

তিনি আরও বলেন, “দেখুন, যদি আপনারা জাতীয়তাবাদ দেখাতেই চান, তাহলে অলিম্পিক বা বিশ্বমঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে খেলা বন্ধ করুন। আমি দেখতে চাই কতটা সাহস দেখাতে পারেন।”

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বহু বছর ধরে স্থগিত রয়েছে। দুই দেশ কেবলমাত্র আইসিসি বা এসিসি-র মতো টুর্নামেন্টেই মুখোমুখি হয়। ক্রিকেট বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে খেলাধূলার ক্ষেত্রেও সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হচ্ছে।

ICC টুর্নামেন্টে এই জাতীয়তাবাদ থাকবে তো? - WCL-এ ভারত-পাক ম্যাচ বাতিল নিয়ে কটাক্ষ আরও এক পাক তারকার
FIDE World Cup 2025: ২০২৫ দাবা বিশ্বকাপ আয়োজন করবে ভারত! অংশ নেবেন ২০৬ প্রতিযোগী
ICC টুর্নামেন্টে এই জাতীয়তাবাদ থাকবে তো? - WCL-এ ভারত-পাক ম্যাচ বাতিল নিয়ে কটাক্ষ আরও এক পাক তারকার
ENG vs IND Test: চতুর্থ টেস্টের আগে জোড়া চোট সমস্যায় ভারত! দলে যোগ দিলেন তরুণ পেসার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in