FIDE World Cup 2025: ২০২৫ দাবা বিশ্বকাপ আয়োজন করবে ভারত! অংশ নেবেন ২০৬ প্রতিযোগী

People's Reporter: আন্তর্জাতিক দাবা সংস্থা (FIDE)-এর ওয়েবসাইট অনুযায়ী, প্রতিটি রাউন্ডে পরাজিত খেলোয়াড় বাদ পড়বেন। যা টুর্নামেন্টে উত্তেজনা ও নাটকীয়তা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন সকলে।
২০২৫ দাবা বিশ্বকাপ আয়োজন করবে ভারত
২০২৫ দাবা বিশ্বকাপ আয়োজন করবে ভারতছবি - International Chess Federation-র এক্স হ্যান্ডেল
Published on

FIDE বিশ্বকাপ ২০২৫ আয়োজন করতে চলেছে ভারত। চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে বলে খবর। এই বিশ্বকাপে বিশ্বের শীর্ষস্থানীয় ২০৬ জন দাবাড়ু নকআউট ফর্ম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আন্তর্জাতিক দাবা সংস্থা (FIDE)-এর ওয়েবসাইট অনুযায়ী, প্রতিটি রাউন্ডে পরাজিত খেলোয়াড় বাদ পড়বেন। যা টুর্নামেন্টে উত্তেজনা ও নাটকীয়তা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন সকলে।

এই টুর্নামেন্ট শুধু একটি শিরোপা জয়ের সুযোগই নয় বরং ২০২৬ সালের FIDE ক্যান্ডিডেটস টুর্নামেন্টে সরাসরি খেলার জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতার মঞ্চ হিসেবেও কাজ করবে। শীর্ষ তিনজন ফিনিশার সরাসরি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। যার মাধ্যমে নির্ধারিত হবে পরবর্তী বিশ্ব দাবা চ্যাম্পিয়নের প্রতিদ্বন্দ্বী।

ভারতে দাবা এতটা জনপ্রিয় হয়ে উঠেছে মূলত বিশ্বনাথন আনন্দের অবদানেই। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমানে FIDE-এর সহ-সভাপতি আনন্দের নেতৃত্ব, অনুপ্রেরণা এবং উত্তরাধিকারই দাবাকে এই পর্যায়ে নিয়ে এসেছে।

ভারতের তরুণ দাবাড়ুরা ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভার ছাপ ফেলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন - ডি গুকেশ, ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ FIDE বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। আর. প্রজ্ঞানন্দ, ২০২৩ বিশ্বকাপের রানার-আপ এবং অর্জুন এরিগাইসি, বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে।

২০২৪ সালে ভারতের দাবা ইতিহাসে এক অনন্য মাইলফলক যুক্ত হয়েছে। ভারতের ওপেন এবং মহিলা দুই দলই দাবা অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয় করেছে। গুকেশ, এরিগাইসি, দেশমুখ ও আগরওয়াল এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যাঁরা সবাই ব্যক্তিগত স্বর্ণপদকও জয় করেন।

ভারত ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক দাবা ইভেন্ট সফলভাবে আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে - FIDE দাবা অলিম্পিয়াড ২০২২, টাটা স্টিল দাবা ভারত, FIDE বিশ্ব জুনিয়র (U20) চ্যাম্পিয়নশিপ ২০২৪ এবং FIDE মহিলা গ্র্যান্ড প্রিক্স ২০২৫-এর পঞ্চম লেগ (এপ্রিল মাসে)।

FIDE-এর সিইও এমিল সুতোভস্কি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আমরা FIDE বিশ্বকাপ ২০২৫ ভারতে আনতে পেরে রোমাঞ্চিত। যেখানে দাবার প্রতি গভীর আবেগ এবং সমর্থন রয়েছে। ভারতীয় দাবা ভক্তদের উৎসাহ সর্বদাই অসাধারণ। আমরা স্থানীয় দাবা প্রেমীদের মধ্যে অন-সাইট ও অনলাইন উভয় ক্ষেত্রেই এই ইভেন্টে ব্যাপক আগ্রহ আশা করি।"

এখন দেখার আসন্ন FIDE বিশ্বকাপ ২০২৫ আয়োজন করতে ভারত কতটা সাফল্য পায়। পাশাপাশি ভারতের বিশ্বচ্যাম্পিয়নদের উপরও সকলের নজর থাকবে। দেশের মাটিতে গোটা বিশ্বকে চমক দিতে প্রস্তুত ভারতীয় দাবাড়ুরা।

২০২৫ দাবা বিশ্বকাপ আয়োজন করবে ভারত
'একটা পচা ডিম' - লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হতেই নাম না করে ধাওয়ানকে কটাক্ষ আফ্রিদির
২০২৫ দাবা বিশ্বকাপ আয়োজন করবে ভারত
Arshad Nadeem: প্রতিশ্রুতির পরেও মেলেনি পুরস্কার! বিস্ফোরক পাক জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in