
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) ২০২৫-এ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত প্রদর্শনী ম্যাচটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। যা নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এরই মধ্যে ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানকে নাম না করে ‘পচা ডিম’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন পাক তারকা শাহীদ আফ্রিদি।
পহেলগাঁও ঘটনার পর ভারত-পাকিস্তান প্রদর্শনী ম্যাচ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। নেটিজেনরা ভারতীয় তারকাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাতে থাকেন। বিতর্কের মাঝেই ধাওয়ান জানান, আফ্রিদি পাকিস্তান দলের অংশ হলে তিনি খেলবেন না। এর পরিপ্রেক্ষিতেই ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
ম্যাচ বাতিল হওয়ার কারণ হিসেবে ভারতীয় দলের একাধিক খেলোয়াড় শাহীদ আফ্রিদির অতীতের রাজনৈতিক ও বিতর্কিত মন্তব্যকেও দায়ী করেন। রবিবার, আফ্রিদি ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ধাওয়ানকে ‘পচা ডিম’ বলে অভিহিত করেন।
আফ্রিদি বলেন, “খেলাধূলা দেশগুলিকে এক করে। রাজনীতি যদি মাঝখানে এসে পড়ে, তাহলে সম্পর্ক কেমন করে গড়ে উঠবে? সবসময় একটি পচা ডিম থেকেই যায়, যা সব কিছু নষ্ট করে দেয়।”
আফ্রিদি আরও বলেন, “শুধুমাত্র একজনের জন্য পুরো ভারতীয় দল ম্যাচ থেকে সরে গেছে। এমনকি তাঁরাও হতাশ। খেলতে এসেছিলেন, অনুশীলনও করেছিলেন। আপনি নিজের দেশের জন্য গর্বের কারণ হন, লজ্জার নয়।”
আফ্রিদি রবিবার বলেন, “আমি যদি আগে জানতাম আমার উপস্থিতিতে সমস্যা, তাহলে নিজেই সরে যেতাম। শাহীদ আফ্রিদি কে? কেউ না। কিন্তু ক্রিকেট থেমে যাওয়া উচিত নয়।”
এজবাস্টনে ম্যাচের জন্য ১৮ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতির সম্ভাবনা থাকলেও শেষপর্যন্ত দুই দেশের রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার কারণে ম্যাচ বাতিল করতে হয়। যা আরও একবার প্রমাণ করে, উপমহাদেশে ক্রিকেট শুধুমাত্র খেলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি জাতীয় আবেগ ও কূটনৈতিক বার্তার বাহক হিসেবেও কাজ করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন