ICC: আফগান মহিলাদের ক্রিকেটে ফেরাতে বিশেষ উদ্যোগ ICC-র! সাহায্য করবে ভারতও

People's Reporter: এই উদ্যোগের তত্ত্বাবধানে রয়েছেন ICC-এর ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং এতে সহযোগিতা করছে BCCI (ভারত), ECB (ইংল্যান্ড) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া।
আফগান মহিলাদের ক্রিকেটে ফেরাতে বিশেষ উদ্যোগ আইসিসির
আফগান মহিলাদের ক্রিকেটে ফেরাতে বিশেষ উদ্যোগ আইসিসিরছবি - ICC-র এক্স হ্যান্ডেল
Published on

আফগানিস্তান থেকে বাস্তুচ্যুত মহিলা ক্রিকেটারদের জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। নতুন কর্মসূচির ফলে আফগান মহিলা ক্রিকেটাররা ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত মহিলা T20 বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবেন।

রবিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ICC-এর বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যার লক্ষ্য, ২০২১ সালে সে দেশে তালিবান শাসনের পর আফগান মহিলা ক্রীড়াবিদদের নতুন করে খেলাধূলায় যোগদানের পথ তৈরি করা। তালিবান শাসনের পর থেকেই আফগানিস্তানে মহিলাদের ক্রীড়া কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে যায়।

এক বিবৃতিতে ICC জানায়, “এই খেলোয়াড়রা ICC ইভেন্টগুলিতে গুরুত্বপূর্ণ অংশগ্রহণের সুযোগ পাবে। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ পর্যায়ে সংযুক্ত থাকা, উচ্চ-পারফরম্যান্স কার্যক্রমে অংশগ্রহণ এবং ঘরোয়া খেলায় অন্তর্ভুক্তি”।

যদিও এই “অংশগ্রহণের সুযোগ”-এর প্রকৃতি পুরোপুরি পরিষ্কার করা হয়নি, অনুমান করা হচ্ছে যে এই ক্রিকেটারদের আন্তর্জাতিক কোচিং কর্মশালায় অংশগ্রহণ, সক্রিয় আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে ইন্টারঅ্যাকশন এবং ম্যাচ অনুশীলন সেশন-এ যুক্ত হওয়ার ব্যবস্থা থাকবে।

এই উদ্যোগের তত্ত্বাবধানে রয়েছেন ICC-এর ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং এতে সহযোগিতা করছে BCCI (ভারত), ECB (ইংল্যান্ড) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া।

ICC-এর বক্তব্যে বলা হয়েছে, “এই উদ্যোগটি তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত না করলেও মহিলা খেলোয়াড়দের দৃশ্যমানতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের সম্ভাবনার পথ সুগম করবে।”

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধুমাত্র একটি ক্রীড়া সহায়তা নয় বরং এটি একটি শক্তিশালী বার্তা - বিশ্ব ক্রিকেটে অন্তর্ভুক্তি, সমতা ও আশার প্রতীক হিসেবেই এটি বিবেচিত হতে পারে।

আফগান মহিলাদের ক্রিকেটে ফেরাতে বিশেষ উদ্যোগ আইসিসির
WTC: জল্পনার অবসান, আগামী ৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ডই!
আফগান মহিলাদের ক্রিকেটে ফেরাতে বিশেষ উদ্যোগ আইসিসির
'একটা পচা ডিম' - লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হতেই নাম না করে ধাওয়ানকে কটাক্ষ আফ্রিদির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in