WTC: জল্পনার অবসান, আগামী ৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ডই!

People's Reporter: লাগাতার ৬টি ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়ে নজির গড়লো ইসিবি (৩টি আগেই হয়েছে)। তবে, ইংল্যান্ড এখনও পর্যন্ত কোনো WTC ফাইনালে উঠতে পারেনি। তারা ২০২৩-২৫ মরসুমে পঞ্চম স্থানে শেষ করে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - আইসিসির ফেসবুক পেজ
Published on

সমস্ত জল্পনার অবসান। আগামী ৩টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল-এর আয়োজক হিসেবে বেছে নেওয়া হল ইংল্যান্ডকে। ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালে অনুষ্ঠিত হওয়া টেস্টের ফাইনালগুলির দায়িত্বে থাকবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।

লাগাতার ৬টি ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়ে নজির গড়লো ইসিবি (৩টি আগেই হয়েছে)। সিঙ্গাপুরে অনুষ্ঠিতি ICC-এর বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইসিসি জানায়, “সাম্প্রতিক ফাইনালগুলোর সফল আয়োজনের জন্য” ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)-কে আবারও আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

ECB প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এই ঘোষণাকে “আনন্দের ও গর্বের” বিষয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এই ফাইনালগুলো ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমী দর্শকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বিশ্বের নানা প্রান্তের সমর্থকরাও এতে অংশ নিতে আগ্রহী।”

অতীতে ৩টি বিশ্ব টেস্টচ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজন করেছিল ইসিবি। যার মধ্যে ২০২১ সালে সাউদাম্পটনে প্রথম ফাইনাল হয়, যেখানে নিউজিল্যান্ড ভারতকে হারায়। ২০২৩ সালে ওভালে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে এবং ২০২৫ সালে সদ্যসমাপ্ত লর্ডস ফাইনালে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

লর্ডসে শেষ ফাইনালের প্রথম চার দিনের টিকিটই বিক্রি হয়ে যায়। যা এই ফরম্যাটের জনপ্রিয়তার প্রতিফলন। তবে, ইংল্যান্ড এখনও পর্যন্ত কোনো WTC ফাইনালে উঠতে পারেনি। তারা ২০২৩-২৫ মরসুমে পঞ্চম স্থানে শেষ করে।

তবে ভেন্যু ও সময় নির্ধারণ নিয়ে বিতর্ক থেমে নেই। ২০২৩ সালের ফাইনালের পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, "আইপিএল ফাইনালের ঠিক পরপরই কেন WTC ফাইনাল? কেন মার্চে নয়? জুনে ফাইনাল খেলা উচিত নয়।" অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, পূর্বের বিজয়ী দলকে পরবর্তী ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হোক।

প্রতীকী ছবি
'একটা পচা ডিম' - লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হতেই নাম না করে ধাওয়ানকে কটাক্ষ আফ্রিদির
প্রতীকী ছবি
Asia Cup 2025: ঢাকায় ACC-র বার্ষিক সভা অনুষ্ঠিত হলে 'বয়কট' করবে ভারত! অনিশ্চয়তায় এশিয়া কাপ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in