

ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে নিজের ৩৮তম সেঞ্চুরি করলেন জো রুট (Joe Root)। পাশাপাশি টেস্টে সর্বাধিক রানের নিরিখে অজি কিংবদন্তি রিকি পন্টিং-কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন এই তারকা ব্যাটার। তাঁর সামনে কেবল ভারতের কিংবদন্তি শচীন তেন্ডুলকর রয়েছেন।
চতুর্থ টেস্টে ভারতের বিরুদ্ধে ১৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন রুট। ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টে ১০০০ রানের মাইলফলকও অতিক্রম করেন তিনি। ১০১তম ওভারে ১২০ রানে পৌঁছে যান রুট। সাথে সাথে টপকে যান রিকি পন্টিং-কে। পাশাপাশি তিনি পিছনে ফেললেন রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক কালিসকেও (১৩,২৮৯)। রিকি পন্টিং-র টেস্ট রান ১৩,৩৭৮। রুটের বর্তমান রান সংখ্যা ১৩,৪০৯। শচীন তেন্ডুলকরের মোট টেস্ট রান ১৫,৯২১।
ইংল্যান্ড ২২৫/২ থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে। জো রুট এবং ওলি পোপ দিনের শুরুতে ধরে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন। পোপ এবং রুট মিলে ইংল্যান্ডের ইনিংসকে মজবুত করেন।
লাঞ্চের আগেই দুই ব্যাটসম্যান তাঁদের হাফ-সেঞ্চুরি পূরণ করেন। দ্বিতীয় সেশনে ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর একঝটকায় পোপ (৭১) এবং হ্যারি ব্রুকের উইকেট তুলে নেন। কিন্তু তাতেও ইংল্যান্ডের গতি কমেনি।
বেন স্টোকস অসাধারণ ভাবে রুটকে সাহায্য করেন। তিনি ৬৬ রানে পৌঁছে ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হন। তবে পরে মাঠে ফিরে ইংল্যান্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন (দিনের শেষে ৭৭ রানে অপরাজিত)।
চা-বিরতির সময় ইংল্যান্ড ৭৫ রানে এগিয়ে ছিল এবং দিনের শেষে তারা ১৮৬ রানে এগিয়ে যায়। যদিও দিনের শেষ দিকে জো রুট রবীন্দ্র জাদেজার বলে ১৫০ রানে স্টাম্পড হন।
ইংল্যান্ড এখন সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এবং ৫ ম্যাচের সিরিজ জয়ের জন্য এই ম্যাচে জিততে মরিয়া তারা। ভারতের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন