Yash Dayal: আরও বিপাকে যশ দয়াল, RCB-র ক্রিকেটারের বিরুদ্ধে এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ!

People's Reporter: গত মাসেই যশ দয়ালের বিরুদ্ধে এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছিল।
যশ দয়াল
যশ দয়ালছবি - সংগৃহীত
Published on

আরও বিতর্কে জড়ালেন আরসিবির আইপিএল জয়ী বোলার যশ দয়াল (Yash Dayal)। তাঁর বিরুদ্ধে এবার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো। ইতিমধ্যেই ক্রিকেটারের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

যশ দয়ালের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ সামনে আসছে। গত মাসেই এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছিল। আপাতত সেই মামলায় এলাহাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতারির উপর স্থগিতাদেশ পেয়েছেন যশ। এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জয়পুরের সাঙ্গানার থানায় এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

নির্যাতিতার অভিযোগ, তাঁর যখন ১৭ বছর বয়স ছিল তখন ক্রিকেট কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে সীতাপুরের একটি হোটেলে ডাকেন যশ। সেখানেই মেয়েটির উপর যৌন নির্যাতন চলে বলে অভিযোগ করা হয়েছে। দু’বছর ধরে ওই মেয়েটিকে ধর্ষণ এবং ব্ল্যাকমেইল করে যাচ্ছিলেন যশ বলে অভিযোগ।

এর আগে গত ২১ জুন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অনলাইন-র মাধ্যমে যশ দয়ালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন অন্য এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় মুখ্যমন্ত্রীর দফতর।

ওই মহিলার অভিযোগ ছিল, যশ দয়াল তাঁকে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরিবারের সদস্যরা তাঁর সাথে পুত্রবধূর মতোই আচরণ করতেন। কিন্তু এই সম্পর্ককে কেবল শারীরিক ও মানসিক শোষণের জন্য ব্যবহার করেছেন যশ বলে জানান নির্যাতিতা মহিলা। এমনকি একাধিক মহিলার সাথেও সম্পর্ক ছিল ক্রিকেটারের। এই বিষয়ে জানতে চাইলেই তাঁর উপর শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ নির্যাতিতার।

মহিলার অভিযোগের ভিত্তিতে যশ দয়ালের বিরুদ্ধে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় এফআইআর দায়ের হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৯ ধারায় (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন) মামলাও রুজু হয়। সেই এফআইআর-কে চ্যালেঞ্জ করে দ্রুত এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন যশ দয়াল। বিচারপতি সিদ্ধার্থ ভার্মা এবং অনিল কুমারের বেঞ্চ ক্রিকেটারের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেন।

উল্লেখ্য, ২০২৫ সালে আরসিবিকে আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনে যশ দয়ালের ভূমিকা অনবদ্য। তিনি ১৫টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছিলেন। ২০২৪ মরসুমে আরসিবির হয়ে ১৪ ম্যাচে ১৫টি উইকেট সংগ্রহ করেছিলেন। তার আগে ২০২২ ও ২০২৩ মরসুমে গুজরাট টাইটান্সের হয়ে খেলেন যশ দয়াল।

যশ দয়াল
Asia Cup 2025: ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কাটতে চলেছে এশিয়া কাপ নিয়ে তৈরি সমস্ত জটিলতা
যশ দয়াল
AIFF: বিবেচনাই করা হল না সঞ্জয় সেনের নাম! ভারতের সম্ভাব্য কোচের দৌড়ে এগিয়ে কে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in