ENG vs IND Test: ‘দয়া দেখাতে আসিনি’ –স্টোকসের ম্যাচ ড্র করার প্রস্তাব নিয়ে তীব্র কটাক্ষ গম্ভীরের

People's Reporter: রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যখন সেঞ্চুরি খুব কাছে তখন ড্র করার প্রস্তাব দেন বেন স্টোকস। সেই প্রস্তাব খারিজ করে ভারত। যা নিয়ে বিতর্কের সূত্রপাত।
চতুর্থ টেস্টের দৃশ্য
চতুর্থ টেস্টের দৃশ্যছবি - x
Published on

চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম দিনে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ‘করমর্দন’ বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যখন সেঞ্চুরির খুব কাছে তখন ড্র করার প্রস্তাব দেন বেন স্টোকস। সেই প্রস্তাব খারিজ করে ভারত। যা নিয়ে বিতর্কের সূত্রপাত।

স্টোকস যখন ১৫ ওভার বাকি থাকতে ম্যাচ ড্র করার প্রস্তাব দেন, তখন ভারতীয় ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। ভারত সেই মুহূর্তে ‘করমর্দন’ না করে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দু’জনেই তাদের সেঞ্চুরি সম্পূর্ণ করেন।

স্টাম্প মাইকে ধরা পড়ে স্টোকস ও জাদেজার কিছু কথোপকথন। স্টোকস জাদেজাকে বলেন, তুমি হ্যারি ব্রুক এবং বেন ডাকেটের বিরুদ্ধে সেঞ্চুরি করতে চাও। জাদেজা বলেন, আমার কিছু করার নেই। ইংল্যান্ডের অন্যান্য প্লেয়াররাও জাদেজাকে ‘করমর্দন’ করে ম্যাচ ড্র করার আবেদন জানান। কিন্তু কারুর কথা না শুনে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দু’জনেই সেঞ্চুরি করেন।

ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, “যদি কেউ ৯০ এবং অন্য কেউ ৮৫ রানে ব্যাট করে, তাহলে কি তাদের সেঞ্চুরি প্রাপ্য ছিল না? ইংল্যান্ডের নিজস্ব খেলোয়াড়রা যদি মাইলফলকের কাছাকাছি থাকত তবে কি তারা চলে যেত? না। আমাদের ছেলেরা ঝড় সামলেছে। তারা সেই শতরান অর্জন করেছে। আমরা কাউকে দয়া করতে এখানে আসিনি।”

অধিনায়ক শুবমন গিলও কোচের মতই বক্তব্য রাখেন। তিনি বলেন, “অবশ্যই এটি ছেলেদের উপর নির্ভর করে। তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। দুজনেই ৯০ এর ঘরে ছিল, তাই আমরা ভেবেছিলাম তাদের সেঞ্চুরি প্রাপ্য ছিল।”

৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত এক দুর্দান্ত ব্যাটিং লড়াই উপহার দেয়। ১৪৩ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে তারা ৪২৫ রান সংগ্রহ করে। গিল (১০৩), কেএল রাহুল (৯০), জাদেজা (১০৭ অপরাজিত) এবং সুন্দর (১০১ অপরাজিত) অসাধারণ ইনিংস খেলেন।

চতুর্থ টেস্টের দৃশ্য
AIFF: ভারতের কোচের পদে আবেদনই করেননি জাভি! নেপথ্যে এক কলেজ পড়ুয়া! আসল রহস্য কী?
চতুর্থ টেস্টের দৃশ্য
Asia Cup 2025: টি-২০ ফরম্যাটে হবে ২০২৫ এশিয়া কাপ, ভারত-পাকিস্তান ম্যাচ কবে? দেখুন একনজরে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in