ENG vs IND Test: 'বেশি কথা নয়...' - ভারতের দল নির্বাচন নিয়ে গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন মঞ্জরেকরের!

People's Reporter: মঞ্জরেকর বলেন, “এই ‘অলরাউন্ডার মানেই সমাধান’ ভাবনাটা এবার বাদ দেওয়া উচিত। ভারতের দরকার ছিল একজন খাঁটি ব্যাটসম্যান।”
দল নির্বাচন নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন সঞ্জয় মঞ্জরেকরের
দল নির্বাচন নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন সঞ্জয় মঞ্জরেকরেরছবি - সংগৃহীত
Published on

ভারত চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। চতুর্থ টেস্ট ড্র হয়েছে। যা নিয়ে সন্তুষ্ট নন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি ভারতের দল নির্বাচন নিয়ে গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন।

ESPNcricinfo-তে একটি আলোচনায় মাঞ্জরেকার বলেন, “ভারতের ব্যাটিং যতটা সাহসীই হোক না কেন, নির্বাচনী সিদ্ধান্তগুলো সত্যিই দুর্বল ছিল। বারবার এমন অলরাউন্ডারদের খেলানো হয়েছে যারা কার্যকর প্রমাণিত হয়নি।”

তিনি শার্দুল ঠাকুর ও নীতিশ কুমার রেড্ডির পারফরম্যান্স তুলে ধরেন, যাঁরা দুটি টেস্ট মিলিয়ে খুব কম ওভার বল করেছেন এবং উল্লেখযোগ্য উইকেট পাননি। মাঞ্জরেকারের মতে, “চতুর্থ পেসার খেলানোর কোনও অর্থ নেই যদি আপনি তাকে তেমন বলই না করান।”

তিনি আরও বলেন, “এই ‘অলরাউন্ডার মানেই সমাধান’ ভাবনাটা এবার বাদ দেওয়া উচিত। ভারতের দরকার ছিল একজন খাঁটি ব্যাটসম্যান।”

কুলদীপ যাদবকে দলে না রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন সঞ্জয়। তিনি বলেন, “ম্যাচে ২০ উইকেট নেওয়ার কথা বলা হলেও কুলদীপকে একবারও খেলানো হয়নি। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করার পরও তাঁকে সরিয়ে রাখা হয়েছে”।

এমনকি গম্ভীরকে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন সঞ্জয়। এর আগে সাংবাদিক সম্মেলনে ভারতের হেড কোচ বলেন, 'শুবমন গিলের মধ্যে অসাধারণ দক্ষতা আছে নেতৃত্ব দেওয়ার। যাঁরা এই নিয়ে কথা সমালোচনা করছেন তাঁরা ক্রিকেটের কিছু বোঝেন না।'

মঞ্জরেকর এই প্রসঙ্গে বলেন, 'গৌতমকে বুঝতে হবে আমরা কেউ ভারতীয় ক্রিকেটের শত্রু নই। আমরা কীভাবে ভারতীয় ক্রিকেট আরও ভালো হবে সেটা নিয়ে বেশি ভাবি। তাই কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। বেশি কথা না বলে আসল কাজ করতে হবে।'

দল নির্বাচন নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন সঞ্জয় মঞ্জরেকরের
ENG vs IND Test: '১০ রান কম করলেও কিছু পরিবর্তন হত না' - সুন্দর-জাদেজার সেঞ্চুরিতে অসন্তুষ্ট স্টোকস!
দল নির্বাচন নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন সঞ্জয় মঞ্জরেকরের
ENG vs IND Test: ‘দয়া দেখাতে আসিনি’ –স্টোকসের ম্যাচ ড্র করার প্রস্তাব নিয়ে তীব্র কটাক্ষ গম্ভীরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in