

পঞ্চম টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান। আর ক্রিস ওকস ব্যাটিং না করলে ভারতের জেতার জন্য দরকার ৩ উইকেট। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের জেতার সুযোগ ৯৯% থাকলেও আশাবাদী ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর মতে ভারত দুরন্ত কামব্যাক করবে পঞ্চম দিনে।
চতুর্থ দিনের শেষে ভারত গুরুত্বপূর্ণ দুটি উইকেট – জো রুট এবং হ্যারি ব্রুককে আউট করে ম্যাচে নাটকীয় মোড় আনে। এই লড়াইকে সামনে রেখে মরকেল বলেন, “খুব গুরুত্বপূর্ণ একটি টেস্ট ম্যাচে আপনি সত্যিই আগে থেকে কিছু বলে দিতে পারেন না। আমাদের ছেলেরা যেভাবে ফিরে এসেছে, তা দারুণ।”
তিনি আরও বলেন, “আমরা দেখেছি, যখন একটি বড় জুটি ভাঙে তখন নতুন ব্যাটসম্যানদের বিরুদ্ধে চাপ তৈরি করা যায়। আমাদের শুধু ধৈর্য রাখতে হবে, সঠিক জায়গায় বল করতে হবে এবং সুযোগ তৈরি করতে হবে।”
ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারেন সিরিজের শীর্ষ উইকেট শিকারি মহম্মদ সিরাজ। যিনি ইতিমধ্যে ২০টি উইকেট নিয়েছেন। মর্কেল তাঁর প্রশংসা করে বলেন, “আমি সিরাজের জন্য খুব খুশি। সে ড্রেসিংরুমে একজন নিঃশব্দ নেতা। সে যখন বল হাতে নেয়, তখন দল জানে কিছু একটা হতে চলেছে।”
সোমবারের এই রুদ্ধশ্বাস লড়াইয়ের দিকে এখন তাকিয়ে রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারত কি সিরিজে সমতা ফেরাতে পারবে, নাকি ইংল্যান্ড ঘরের মাঠে শেষ হাসি হাসবে – সেই উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।
প্রসঙ্গত, রবিবার ওভালে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম টেস্টের চতুর্থ দিনে খারাপ আলো এবং বৃষ্টির কারণে ম্যাচ দ্রুত শেষ করে দেওয়া হয়। পঞ্চম দিনেও আবহাওয়ার বিশেষ উন্নতি হবে না। স্থানীয় সময় সকাল ১১টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী প্রথম ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও পরের প্রতিঘন্টা অনুযায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা ১৯-৮০% পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে জয়ের জন্য রান কম হওয়ায় প্রথম ঘন্টাতেই ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা বেশি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন