ENG vs IND: 'দেশের জওয়ানরা কি ব্যথা নিয়ে অভিযোগ করেন?' - ওয়ার্কলোড নিয়ে গম্ভীরকে পাল্টা গাভাসকর!

People's Reporter: সিরিজ নির্ধারণী ম্যাচে পেসার জসপ্রীত বুমরাহ 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'-র কারণে দলে না থাকলেও, মহম্মদ সিরাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
সুনীল গাভাসকর
সুনীল গাভাসকরছবি - সংগৃহীত
Published on

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে ভারত। প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর ফের ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে তীব্র সমালোচনা করলেন। পাশাপাশি সিরাজের প্রশংসাও করলেন তিনি।

সিরিজ নির্ধারণী ম্যাচে পেসার জসপ্রীত বুমরাহ 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'-র কারণে দলে না থাকলেও, মহম্মদ সিরাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সিরিজে ১৮৫.৩ ওভার বল করা সিরাজ শেষ দিনের কঠিন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ের পথ দেখান। এই পারফরম্যান্সের পর গাভাসকর মন্তব্য করেন, ‘ওয়ার্কলোড’ নিয়ে চলা আলোচনা সিরাজ চিরতরে ভুল প্রমাণ করেছেন।

গাভাসকর বলেন, “সিরাজ তাঁর প্রাণ দিয়ে বল করেছেন এবং ‘ওয়ার্কলোড’ নিয়ে চলা বাজে কথাবার্তাকে চিরতরে মুছে দিয়েছেন। আমি চাই এই ‘ওয়ার্কলোড’ শব্দটা ভারতীয় ক্রিকেট অভিধান থেকে মুছে যাক। পাঁচ টেস্ট ম্যাচে লাগাতার ছয়, সাত, আট ওভারের স্পেল করেছেন কারণ অধিনায়ক চাইছিলেন এবং দেশও প্রত্যাশা করছিল। এটি প্রমাণ করে যে ‘ওয়ার্কলোড’ মূলত মানসিক বিষয়, শারীরিক নয়।”

জসপ্রীত বুমরাহর টেস্ট বিশ্রাম প্রসঙ্গে দলের কোচ গৌতম গম্ভীর আগেই জানিয়েছিলেন যে, তিনি কেবল তিনটি টেস্ট খেলবেন তাঁর ‘ওয়ার্কলোড’ সামলাতে। এরই প্রেক্ষিতে গাভাসকার এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, “জওয়ানরা কি ঠান্ডা বা কষ্ট নিয়ে অভিযোগ করেন? না। কারণ তাঁরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। ক্রিকেটাররা দেশের হয়ে খেলছে, ছোটখাটো ব্যথা নিয়ে ভাবার সময় নেই। ঋষভ পন্থ ফ্র্যাকচার নিয়ে ব্যাট করেছেন - সেটাই দেশপ্রেম। সেটা প্রত্যাশা করা উচিত প্রত্যেক খেলোয়াড়ের থেকে। ১৪০ কোটির দেশে তোমার সুযোগ হয়েছে দেশের হয়ে খেলার। এটা হালকাভাবে নেওয়া যায় না।”

তবে বুমরাহর প্রসঙ্গে গাভাসকার বলেন, "এটি নিছক ‘ওয়ার্কলোড’ ইস্যু নয়, বরং চোট সংক্রান্ত ব্যাপার। দেশে খেলা হলে রিজার্ভ ডাকা সহজ, কিন্তু বিদেশে গেলে দলের ভারসাম্য নষ্ট হয়। তবে বুমরাহর ক্ষেত্রে মনে হচ্ছে এটি চোটের কারণে হয়েছে। যখন খেলেছেন, দুটি টেস্টে দুটো ফাইফার নিয়েছেন। তাই তাঁর প্রতিভা ও অবদান ভুলে যাওয়া উচিত নয়।”

২-২ ব্যবধানে সিরিজ ড্র হলেও, ওভাল টেস্টে ভারতের লড়াকু মানসিকতা ও গভীর পেস আক্রমণের উদাহরণ দিলেন সিরাজ। বুমরাহর অনুপস্থিতিতেও সিরাজ নিজের পারফরম্যান্সে প্রমাণ করেছেন - দায়িত্ব কীভাবে কাঁধে তুলে নিতে হয়।

সুনীল গাভাসকর
ENG vs IND Test: সিরাজ-কৃষ্ণ জুটিতে ধরাশায়ী ইংল্যান্ড, দুরন্ত লড়াইয়ে টেস্ট সিরিজ ড্র ভারতের
সুনীল গাভাসকর
ENG vs IND Test: আন্তর্জাতিক ক্রিকেটে ২০০-র বেশি উইকেটের মালিক সিরাজ! টপকালেন কিংবদন্তি তেন্ডুলকরকে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in