

ইংল্যান্ডের মাটিতে শেষ টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। এই জয়ের ফলে সিরিজে ২-২ ব্যবধানে ড্র করল ভারত। সিরাজ-কৃষ্ণর দুরন্ত পারফরমেন্সে দিনের শেষে ধরাশায়ী ইংল্যান্ড। শেষ টেস্টে প্লেয়ার অফ দ্য ম্যাচও হলেন সিরাজ।
শেষ টেস্ট জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। সোমবার দিনের শুরুতেই পর পর দুটি ৪ মেরে ভারতীয় সমর্থকদের মনোবল দুর্বল করে দেন ওভারটন। কিন্তু তারপরও অসাধারণ বোলিং করতে থাকেন ভারতীয় বোলাররা।
পঞ্চম দিনে সিরাজ একাই ৩ উইকেট নেন। ১টি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণ। ইংল্যান্ডের জেমি স্মিথ, ওভারটন এবং গাস অ্যাটকিনসন আউট হন সিরাজের বলে। জশ টাং-র উইকেট নেন কৃষ্ণ। শেষ টেস্টে সিরাজ ৫টি এবং প্রসিদ্ধ কৃষ্ণ ৪টি উইকেট নেন। ১টি উইকেট পান আকাশ দীপ। এই সিরিজে সর্বাধিক উইকেটের মালিকও হলেন সিরাজ। তিনি মোট ২৩টি উইকেট নিয়েছেন।
ম্যাচ শেষে সিরাজ বলেন, "বলার কোনও ভাষা নেই। গতকাল যা হয়েছিল আমার সাথে তাতে খুব খারাপ লেগেছিল। আমি হ্যারি ব্রুকের ক্যাচ ফেলেছিলাম। কিন্তু পরে ভাবলাম এটা ম্যাচের একটি অংশ। সেটাকে পিছনে রেখে এগিয়ে যেতে হবে। সেটাই আজকে করেছি। আজকে মাঠে নামার আগে নিজেকে বলেছিলাম আমাকে করে দেখাতেই হবে। সেটাই করেছি"।
প্রথম ইনিংসে ২২৪ রানে অল আউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৪৭ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৯৬ রান করে। ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩৭৪ রান। কিন্তু ৩৬৭ রানেই শেষ হয় অলি পোপদের ইনিংস।
এই টেস্ট ম্যাচই ভারতের সবথেকে কম রানের ব্যবধানে জেতা টেস্ট ম্যাচ। মাত্র ৬ রানে জিতেছে টিম ইন্ডিয়া। এর আগে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জিতেছিল ভারত। ১৯৭২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল এবং ২০১৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১ রানে জয় পেয়েছিল ভারত।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন