সুহেল ভাট
সুহেল ভাটছবি - সংগৃহীত

Indian Football Team: ভারতের জার্সিতে নিজেকে মেলে ধরতে মরিয়া কাশ্মীরের সুহেল ভাট

People's Reporter: ভারতের আসন্ন ম্যাচে খেলার সুযোগ পেলে সুহেল ভাট জম্মু ও কাশ্মীর থেকে জাতীয় দলে খেলা ফুটবলারদের তালিকায় পঞ্চম খেলোয়াড় হবেন।
Published on

ভারতীয় ফুটবলের উদীয়মান তারকা জম্মু ও কাশ্মীরের সুহেল ভাট (Suhail Bhat)। মোহনবাগানের হয়ে খেলে ইতিমধ্যেই সকলের নজরে এসেছেন উঠতি এই তারকা। দেশের জার্সিতে অভিষেক কবে হবে তা এখনও জানা না থাকলেও এখন থেকেই নিজের সেরাটা দিতে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন সুহেল।

১৯৮০-র দশকে আবদুল মজিদ কাকরু, মুশির আহমেদের পরে ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত মেহরাজউদ্দিন ওয়াডু এবং ২০২২ সালে দানিশ ফারুক ভাটও খেলেছেন দেশের হয়ে। ভারতের আসন্ন ম্যাচে খেলার সুযোগ পেলে সুহেল ভাট জম্মু ও কাশ্মীর থেকে জাতীয় দলে খেলা ফুটবলারদের তালিকায় পঞ্চম খেলোয়াড় হবেন।

আগামী ১০ জুন হংকংয়ের কাওলুন সিটিতে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত, যা তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তার আগে বুধবার আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলবে ভারতীয় ফুটবল দল। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই ম্যাচ। ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচটি।

এখনও পর্যন্ত মোট ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে থাইল্যান্ড জিতেছে ১২টি ম্যাচ। ভারত জয়ী হয়েছে ৭টি ম্যাচে এবং বাকি ৭টি ম্যাচ ড্র হয়। শেষবার ২০১৯ সালে কিংস কাপে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ভারত ১-০ গোলে পরাস্ত করে থাইল্যান্ডকে।

২০০৫-এ সুনীল ছেত্রী যখন ভারতের হয়ে প্রথম গোল করেন, তখন সুহেলের বয়স মাত্র দু’মাস। সেই সুনীল ছেত্রীর সঙ্গে এখন একই ড্রেসিংরুমে থাকার সুযোগ পেয়েছেন। স্বাভাবিক ভাবেই বেশ উত্তেজিত তিনি।

২০ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, "এখন আমি ছেত্রী ভাইয়ের সঙ্গে একই দলে আছি। তিনি ২০ বছর ধরে খেলছেন। তাঁর মানসিকতা এবং দীর্ঘ কেরিয়ার আমার মতো একজন তরুণ খেলোয়াড়কে যথেষ্ট অনুপ্রেরণা জোগায়। ছেত্রী ভাই আমার সঙ্গে কথা বলেন, আমাকে শেখান। তিনি আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করেন। যদি তিনি জিমে ১০ মিনিট আগে পৌঁছন, আমি চেষ্টা করি ১৫ মিনিট আগে পৌঁছাতে"।

Keywords: Indian Football Team, Suhail Bhat, Kashmir footballer, Indian football news, emerging Indian football players

সুহেল ভাট
IPL 2025: সাই সুদর্শনের দখলে ৪ পুরস্কার! পার্পল ক্যাপ জিতলেন কে? নজর কাড়লেন বৈভবও
সুহেল ভাট
IPL 2025: ১৮ বছর অপেক্ষার অবসান, বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হতেই আবেগে ভাসলেন বিজয় মালিয়া!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in