
ফের একবার আইপিএল ট্রফি অধরা থাকলো পাঞ্জাব কিংসের। ২০১৪ সালে কলকাতার কাছে ফাইনাল হারের পর ২০২৫ সালে বেঙ্গালুরুর কাছেও হারতে হলো পাঞ্জাবকে। অন্যদিকে, ১৮ বছর অপেক্ষা করে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। গোট মরসুমজুড়ে অসাধারণ পারফর্ম করেছে দুই দল। তবে আইপিএল-র পুরস্কার বিতরণীতে নজর কাড়লেন বৈভব সূর্যবংশী থেকে শুরু করে তরুণ সাই সুদর্শন।
আইপিএল-র বিজয়ী দল অর্থাৎ বেঙ্গালুরু পেয়েছে ২০ কোটি টাকা। রানার্স পাঞ্জাব পেয়েছে ১২.৫ কোটি টাকা। তৃতীয় স্থানে শেষ করা মুম্বই ইন্ডিয়ান্সকে দেওয়া হয়েছে ৭ কোটি টাকা এবং চতুর্থ স্থানে শেষ করা গুজরাট পেয়েছে ৬.৫ কোটি টাকা।
ফাইনাল ম্যাচের পুরস্কার -
প্লেয়ার অফ দ্য ম্যাচ - ক্রুণাল পাণ্ডিয়া, ৫ লক্ষ টাকা
সুপার স্ট্রাইকার - জিতেশ শর্মা, ১ লক্ষ টাকা
সর্বাধিক ডট বল - ক্রুণাল পাণ্ডিয়া, ১ লক্ষ টাকা
সর্বাধিক চার - প্রিয়াংশ আর্য, ১ লক্ষ টাকা
সর্বাধিক ছক্কা - শশাঙ্ক সিং, ১ লক্ষ টাকা
ফ্যান্টাসি কিং - শশাঙ্ক সিং, ১ লক্ষ টাকা
আইপিএল ২০২৫-র পুরস্কার প্রাপকদের তালিকা -
অরেঞ্জ ক্যাপ বিজয়ী - সাই সুদর্শন, ১০ লক্ষ টাকা
পার্পল ক্যাপ বিজয়ী - প্রসিদ্ধ কৃষ্ণ, ১০ লক্ষ টাকা
উদীয়মান খেলোয়াড় - সাই সুদর্শন, ১০ লক্ষ টাকা
সিজনের সর্বাধিক চার - সাই সুদর্শন, ১০ লক্ষ টাকা
সিজনের ফ্যান্টাসি কিং - সাই সুদর্শন, ১০ লক্ষ টাকা
সবচেয়ে মূল্যবান খেলোয়াড় - সূর্যকুমার যাদব, ১৫ লক্ষ টাকা
মরসুমের সুপার স্ট্রাইকার - বৈভব সূর্যবংশী, ১০ লক্ষ টাকা + টাটা কার্ভ
সেরা ক্যাচ বিজয়ী - কামিন্দু মেন্ডিস, ১০ লক্ষ টাকা
সর্বাধিক ডট বল - মহম্মদ সিরাজ, ১০ লক্ষ টাকা
সুপার সিক্স - নিকোলাস পুরান, ১০ লক্ষ টাকা
ফেয়ারপ্লে পুরস্কার - চেন্নাই সুপার কিংস, ১০ লক্ষ টাকা
পিচ অ্যান্ড গ্রাউন্ড - দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড, নয়াদিল্লি, ৫০ লক্ষ টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন