Heinrich Klaasen: 'আমার জন্য দুঃখের দিন' - আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসর ক্লাসেনের

People's Reporter: ইনস্টাগ্রামে হেনরিখ ক্লাসেন লেখেন, এটা আমার জন্য খুবই দুঃখের দিন। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করছি।
হেনরিখ ক্লাসেন
হেনরিখ ক্লাসেনছবি - সংগৃহীত
Published on

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার হেনরিখ ক্লাসেন। ৩৩ বছর বয়সী তারকা ক্রিকেটার আচমকাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলির হয়ে তিনি খেলা চালিয়ে যেতে পারেন।

ইনস্টাগ্রামে হেনরিখ ক্লাসেন লেখেন, "এটা আমার জন্য খুবই দুঃখের দিন। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করছি। ভবিষ্যতের জন্য আমার এবং আমার পরিবারের জন্য কোনটা ভালো হবে তা সিদ্ধান্ত নিতে আমার অনেক সময় লেগেছে। এটা সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল।"

তিনি আরও লেখেন, "প্রথম থেকেই, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। ছোটবেলায় আমি যা করেছি তা এটার (ক্রিকেট) জন্যই করেছি।"

ক্লাসেন আরও লেখেন, "প্রোটিয়াদের হয়ে খেলার মাধ্যমে আমি এমন দুর্দান্ত মানুষদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি যারা আমার জীবন বদলে দিয়েছে। সেইসব মানুষদের আমি শুধুমাত্র ধন্যবাদ জানাতে চাই না। প্রোটিয়াদের জার্সি পরার পথটি অন্যদের থেকে আমার একটু হলেও আলাদা ছিল। আমার কেরিয়ারে কিছু নির্দিষ্ট কোচ ছিলেন যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছিলেন। তাঁদের কাছে আমি সর্বদা কৃতজ্ঞ থাকব।"

শেষে তিনি লেখেন, "আমি সর্বদা একজন বড় প্রোটিয়া সমর্থক থাকব এবং আমার কেরিয়ারে যাঁরা আমাকে এবং আমার সতীর্থদের সমর্থন করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।"

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৮ সালে একদিনের ক্রিকেটে (ভারতের বিরুদ্ধে) অভিষেক হয় হেনরিখ ক্লাসেনের। ওই বছরই টি-২০ তেও অভিষেক (ভারতের বিরুদ্ধে) করেন বিধ্বংসী এই ব্যাটার। ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

স্পিনারদের বিরুদ্ধে অসাধারণ দক্ষতা রয়েছে তাঁর। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ, ২০২৪ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৪ সালে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

তিনি ৬০টি ওয়ানডেতে ৪৩.৬৯ গড়ে সর্বোচ্চ ১৭৪ রান সহ মোট ২,১৪১ রান করেছেন। টি-টোয়েন্টিতে ১৪১.৮৪ স্ট্রাইক রেটে ১০০০ রান করেছেন। সর্বোচ্চ ৮১ রান।

হেনরিখ ক্লাসেন
Glenn Maxwell: 'নতুনদের জন্য জায়গা ছাড়তে হবে' - একদিনের ক্রিকেটকে বিদায় বিশ্বকাপ জয়ী অলরাউন্ডারের!
হেনরিখ ক্লাসেন
BCCI: বয়সজনিত কারণে মেয়াদ শেষ হচ্ছে রজার বিনির, বিসিসিআই সভাপতির দৌড়ে রাজীব শুক্লা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in