
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নিজের অবসরের কথা জানান বিশ্বকাপজয়ী এই তারকা।
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, "আমার মনে হচ্ছিল আমি হয়তো দলের জন্য সঠিক কিছু করতে পারছিলাম না। শরীর কতটা চাপ নিতে পারবে তা বুঝে আমি সিদ্ধান্ত নিই। নির্বাচক জর্জ বেইলির সঙ্গে কথা বলার পরই আমি নিশ্চিত হই যে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোই সঠিক পদক্ষেপ।"
তিনি আরও বলেন, "২০২৭ বিশ্বকাপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি স্পষ্ট করে বলেছি, আমি সেটি পর্যন্ত খেলতে পারব না। এখনই সময় নতুনদের জায়গা করে দেওয়ার, যাতে তারা নিজেদের স্থান আরও শক্ত করতে পারে।"
শেষে তিনি বলেন, "আমি গর্বিত যে অস্ট্রেলিয়ার কিছু সেরা দলে জায়গা করে নিতে পেরেছি। এই পথচলায় অনেক উত্থান-পতন ছিল, কিন্তু প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ।"
২০১২ সালের আগস্টে আন্তর্জাতিক ওয়ানডে-তে অভিষেক ঘটে ম্যাক্সওয়েলের। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে তিনি ১৪৯ ম্যাচে ৩,৯৯০ রান সংগ্রহ করেন এবং শিকার করেন ৭৭টি উইকেট। তাঁর কেরিয়ারে মোট ৪টি সেঞ্চুরি এবং ২৩টি হাফ-সেঞ্চুরি রয়েছে। আর তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১২৬.৭০ - যা ওয়ানডেতে কমপক্ষে ১,০০০ রান করা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার জার্সিতে ২০১৫ এবং ২০২৩ - আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। চলতি বছরের শুরুতে ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটিই ছিল তাঁর শেষ ওয়ানডে।
ম্যাক্সওয়েলের ওয়ানডে কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি আসে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে, আফগানিস্তানের বিপক্ষে। মুম্বইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে মাত্র ১২৮ বলে ২০১* রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। গুরুতর ক্র্যাম্পের মধ্যেও ম্যাচটি একা হাতে জেতান তিনি। অস্ট্রেলিয়া ৯১/৭ অবস্থান থেকে ২৯৩ রানের লক্ষ্যমাত্রা অর্জন করে।
ওয়ানডে থেকে অবসর নিলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ঘরোয়া বিগ ব্যাশ লিগে খেলবেন অজি অলরাউন্ডার। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্য রয়েছে ম্যাক্সওয়েলের।।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন