Cristiano Ronaldo: আল-নাসের ছাড়ছেন রোনাল্ডো! দেখা যেতে পারে ক্লাব বিশ্বকাপে, জল্পনা তুঙ্গে

People's Reporter: সোমবার নিজের এক্স মাধ্যমে আল-নাসেরের জার্সি পরা একটি ছবি পোস্ট করে রোনাল্ডো লেখেন, “এই অধ্যায় শেষ। গল্পটা? এখনও লেখা হচ্ছে। সকলের প্রতি কৃতজ্ঞ।”
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোছবি - রোনাল্ডোর এক্স মাধ্যম
Published on

সৌদি প্রো লিগ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। তাহলে কি আল নাসেরের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন রোনাল্ডো? তা অবশ্য সময় বলবে।

সোমবার নিজের এক্স মাধ্যমে আল-নাসেরের জার্সি পরা একটি ছবি পোস্ট করে রোনাল্ডো লেখেন, “এই অধ্যায় শেষ। গল্পটা? এখনও লেখা হচ্ছে। সকলের প্রতি কৃতজ্ঞ।”

৪০ বছর বয়সী রোনাল্ডো ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছিলেন। চলতি গ্রীষ্মেই শেষ হচ্ছে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ। সকলের অনুমান, ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোনো দলে যোগ দিতে পারেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা।

ফিফার ঘোষণা অনুযায়ী, ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি ক্লাব আগামী ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডোর সুবিধা পাবে। এই সময়ের মধ্যেই দলগুলো খেলোয়াড় চুক্তি সম্পন্ন করতে পারবে।

ফুটবল মহলে গুঞ্জন, ইতিমধ্যে রোনাল্ডো কয়েকটি ক্লাবের মধ্যে আলোচনাও শুরু করেছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন, রোনাল্ডো ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারেন। তিনি বলেন, “কয়েকটি ক্লাবের সাথে আলোচনা চলছে। যদি কোনো ক্লাব 'ক্লাব বিশ্বকাপে'র জন্য রোনাল্ডোকে দলে নিতে চায়...।"

অন্যদিকে, সৌদি প্রো লিগের চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন পর্তুগিজ এই তারকা। ২৪টি গোল করে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মরসুম শেষ করেন। যদিও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে বিদায় নেয় আল-নাসের এবং লিগেও তৃতীয় স্থানে থেকে মরসুম শেষ করে।

এক বছর আগেও রোনাল্ডো ইঙ্গিত দিয়েছিলেন, আল-নাসেরেই হয়তো তাঁর পেশাদার ফুটবল জীবনের ইতি ঘটবে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, আরও একটি বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান তিনি।

মেসির ক্লাব ইন্টার মিয়ামি ক্লাব বিশ্বকাপে খেলবে। ফলে রোনাল্ডোকেও যদি ক্লাব বিশ্বকাপে দেখা যায় তা ফুটবলপ্রেমীদের জন্য অসাধারণ এক উপহার হবে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
IPL 2025: কোয়ালিফায়ার ১ নিশ্চিত করে উচ্ছ্বসিত শ্রেয়াস, জয়ের কৃতিত্ব দিলেন পাঞ্জাব কোচ পন্টিংকে
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Rafael Nadal: রোলাঁ গারো আমাকে সবকিছু দিয়েছে - বিদায়ী অনুষ্ঠানে আবেগে ভাসলেন ক্লে কোর্টের রাজা নাদাল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in