
'ক্লে কোর্টের রাজা' রাফায়েল নাদালের বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল গোটা টেনিস বিশ্ব। রোলাঁ গারোতে সকলকে চোখের জলে বিদায় জানালেন ১৪ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল। তাঁকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন নোভাক জকোভিচ, রজার ফেডেরার এবং অ্যান্ডি মারে।
রোলাঁ গারোতে পুরো স্টেডিয়াম "মার্সি রাফা" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। হাজার হাজার দর্শক মার্সি রাফা লেখা টি-শার্ট ও প্ল্যাকার্ড তুলে ধরেন। অনুষ্ঠানে এক আবেগঘন শর্ট ফিল্ম প্রদর্শিত হয়, যেখানে তুলে ধরা হয় রাফার কেরিয়ারের স্মরণীয় মুহূর্তগুলি। দর্শক সারিতে দাঁড়িয়ে ছিলেন কার্লোস আলকারাজ ও ইগা সোয়াটেকসহ একাধিক বর্তমান টেনিস তারকা। ছবি শেষ হওয়ার পর তিন মিনিট ধরে গোটা স্টেডিয়াম হাততালিতে ভরে ওঠে।
নাদাল বলেন, "এই কোর্টে ২০ বছর কাটানোর পর আমি কীভাবে কথা শুরু করব, বুঝে উঠতে পারছি না। আমি এখানে কষ্ট পেয়েছি, উপভোগ করেছি, জিতেছি, হেরেছি - সবকিছু। কিন্তু সবচেয়ে বড় কথা, এই কোর্টে খেলার সুযোগ পেয়েছি, সেটাই আমার জীবনের বড় প্রাপ্তি।"
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে ডেভিস কাপ খেলে অবসর ঘোষণা করেছিলেন তিনি। কেরিয়ারে মোট ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল। যার মধ্যে ২টি অস্ট্রেলিয়ান ওপেন (২০০৯, ২০২২), ১৪টি ফরাসি ওপেন (২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২২), ২টি উইম্বলডন (২০০৮, ২০১০) এবং ৪টি ইউএস ওপেন (২০১০, ২০১৩, ২০১৭, ২০১৯) জিতেছেন তিনি।
২০১০ থেকে ২০২০ টানা ১০ বছর ফরাসি ওপেন জিতেছেন নাদাল। এছাড়া ২০১০ মরসুমে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি (ফরাসি ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন)। এছাড়া ডেভিস কাপে ৪ বার জয়ী হয়েছেন। এই টিম গেমে ২০০৪, ২০০৯, ২০১১ এবং ২০১৯ সালে স্পেনকে জয়ী করার পিছনে নাদালেন ভূমিকা অনন্য।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন