
আইপিএল ২০২৫-এ দুরন্ত ছন্দে রয়েছে পাঞ্জাব কিংস। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে থেকে কোয়ালিফায়ার ১-এ জায়গা নিশ্চিত করেছে পাঞ্জাব। আর এই জয়ের কৃতিত্ব রিকি পন্টিং-কে দিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস।
আইয়ার বলেন, "গত কয়েক বছর ধরে রিকি এবং আমার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আমাকে মাঠে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেন। এই সমস্ত বিষয়গুলো আমাদের পারফরম্যান্সে দারুণভাবে প্রতিফলিত হয়েছে।"
পাশাপাশি শ্রেয়াস জানান, "খেলোয়াড় ব্যবস্থাপনায় রিকি অসাধারণ। দলের প্রতি আমার বিশ্বাস তৈরি করতে সাহায্য করেছেন। ড্রেসিংরুমের পরিবেশ বরাবরই ইতিবাচক ছিল, যা আমাদের এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।"
তিনি আরও বলেন, "প্রত্যেক খেলোয়াড় সঠিক সময়ে দলের জন্য অবদান রেখেছে। মাঠের বাইরে থেকেও সবাই দারুণভাবে দলকে সাপোর্ট করেছে। কোচ, সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টকে আন্তরিক ধন্যবাদ জানাই।"
ম্যাচে প্রিয়াংশ আর্য এবং জশ ইংলিসের ঝোড়ো ইনিংসেরও প্রশংসা করেন আইয়ার। প্রিয়াংশ ৩৫ বলে ৬২ এবং ইংলিস ৪২ বলে ৭৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।
আইয়ার জানান, "প্রিয়াংশের আত্মবিশ্বাস এবং নির্ভীক ব্যাটিং চোখে পড়ার মতো। আর ইংলিসের ফ্লেক্সিবিলিটি আমাদের ট্যাকটিকস সহজ করেছে। বড় ম্যাচের জন্য ও একজন আদর্শ খেলোয়াড়।"
উল্লেখ্য, ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর চলতি মরসুমে পাঞ্জাব কিংসে যোগ দেন আইয়ার। প্রথম মরসুমেই পাঞ্জাবকে দীর্ঘ ১১ বছর পর প্লে-অফে তুলে এনে নিজের দক্ষতা প্রমাণ করেন তিনি।
পাঞ্জাব কিংস এখন অপেক্ষায় রয়েছে কোয়ালিফায়ার ১-এর, যেখানে জয়ের মাধ্যমে তারা পৌঁছে যেতে পারে আইপিএল ২০২৫-এর ফাইনালে। মঙ্গলবার লখনউয়ের মুখোমুখি হবে বেঙ্গালুরু। সেই ম্যাচে বিরাট কোহলিরা জিতলেই প্রথম কোয়ালিফায়ারে খেলতে হবে পাঞ্জাবের সাথে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন