Bipin Singh: ৭ বছরের সম্পর্কের ইতি, বিপিনকে বিশেষ সম্মান মুম্বই সিটি এফসির!

People's Reporter: মুম্বাই সিটির সাথে থাকাকালীন, বিপিন দুটি ইন্ডিয়ান সুপার লিগ কাপ এবং দুটি ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জিতেছেন।
বিপিন সিং
বিপিন সিংছবি - মুম্বই সিটি এফসির ফেসবুক পেজ
Published on

মুম্বই সিটির সাথে চুক্তির মেয়াদ শেষ হল মণিপুরের উইঙ্গার বিপিন সিং-র। বিপিনকে সম্মান জানাতে তাঁর ২৯ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিল মুম্বই সিটি এফসি। অর্থাৎ ওই নম্বরের জার্সি মুম্বই সিটি এফসির অন্য কোনও প্লেয়ার পরতে পারবেন না।

৩১ মে অর্থাৎ আজই বিপিনের সাথে মুম্বইয়ের চুক্তি শেষ হয়েছে। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, মণিপুরের এই উইঙ্গার শিলং লাজং এবং এটিকে-র সাথে কাজ করার পর ২০১৮ সালে মুম্বইতে যোগ দেন এবং ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। মুম্বাই সিটির সাথে থাকাকালীন, বিপিন দুটি ইন্ডিয়ান সুপার লিগ কাপ এবং দুটি ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জিতেছেন।

মুম্বই সিটি এফসির সিইও কন্দর্প চন্দ্র জানান, "মুম্বাই সিটির সাথে বিপিনের যাত্রা সত্যিই অসাধারণ। বছরের পর বছর ধরে তিনি মাঠে এবং মাঠের বাইরে অর্থবহ প্রভাব ফেলেছেন। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি উপহার দিয়েছেন এবং ক্লাবের প্রতি অটল প্রতিশ্রুতি দেখিয়েছেন।"

তিনি আরও বলেন, "আমরা তাঁকে বিদায় জানানোর সময় অপরিসীম কৃতজ্ঞতা এবং গর্বের সাথে তাঁর ২৯ নম্বর জার্সির 'অবসর' ঘোষণা করলাম। তিনি যে ঐতিহ্য রেখে গেছেন তাঁর প্রতি সম্মান জানাতে এটি একটি ছোট পদক্ষেপ। মুম্বাই সিটি পরিবারে তাঁর সবসময় একটি স্থান থাকবে।”

বিপিন বলেন, “বিদায় জানানো কঠিন, কিন্তু আমি মনে কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নিয়ে যাচ্ছি না। মুম্বাই সিটি সাতটি অবিস্মরণীয় বছর ধরে আমার বাড়ি; এই ক্লাবটি আমাকে সবকিছু দিয়েছে। ভক্ত, সতীর্থ, কর্মী এবং এই যাত্রার অংশ যাঁরা, তাঁদের সকলকে ভালোবাসা এবং বিশ্বাসের জন্য ধন্যবাদ। মুম্বাই সিটি সবসময় আমার জীবনের একটি অংশ হিসেবে থেকে যাবে।”

উল্লেখ্য, ২০১৭-১৮ সালে এটিকে’তে ছিলেন বিপিন। এটিকের পর মুম্বইতে যান তিনি। মুম্বইয়ের হয়ে আইএসএল-এ ১২৯ ম্যাচে ২৫টি গোল রয়েছে তাঁর। যদিও গত মরসুমে ২১টি ম্যাচে মাত্র ১টি গোল করেছেন।

বিপিন সিং
IPL 2025: ফিল্ডিং ব্যর্থতার জন্যই হার! আইপিএল থেকে ছিটকে গিয়ে হতাশ গুজরাট অধিনায়ক শুবমন গিল
বিপিন সিং
IPL 2025: মাঠের মধ্যেই মুশির খানকে 'ওয়াটার বয়' কটাক্ষ বিরাটের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in