
গুজরাটকে হারিয়ে আইপিএল-র কোয়ালিফায়ার ২-এ যোগ্যতা অর্জন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর ম্যাচ হেরে ফিল্ডারদের উপর হতাশা প্রকাশ করলেন গুজরাট অধিনায়ক।
ম্যাচের প্রথম ইনিংসেই গুজরাটের ফিল্ডিং ব্যর্থতা পুরো ছবি বদলে দেয়। রোহিতের দুটি এবং সূর্যকুমারের একটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেয় গুজরাট টাইটান্স। রোহিতকে পাওয়ারপ্লেতে দু'বার জীবনদানের ফল তুলে নেয় মুম্বই।
ম্যাচ শেষে গুজরাট টাইটান্স অধিনায়ক শুবমন গিল বলেন, “আমরা যখন ৩টি ক্যাচ ফেলি, তখন ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে। এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিল্ডিং পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মুম্বই। ৫০ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন রোহিত। ২২ বলে ৪৭ রান করেন জনি বেয়ারস্টো। শেষ দিকে ৯ বলে ২২ রান করে দলকে ২০ ওভারের শেষে ২২৮ রান তুলতে সাহায্য করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় গুজরাট টাইটান্স। ৩ রানে অধিনায়ক শুবমনের উইকেট হারায় দলটি। এরপর সাই সুদর্শন লড়াই করলেও ব্যর্থ হন (৪৯ বলে ৮০ রান)।
এই জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স পৌঁছে গেল কোয়ালিফায়ার ২-এ, যেখানে রবিবার তাদের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। মুম্বাই কি পারবে তাদের ফর্ম বজায় রেখে ফাইনালের দিকে এগিয়ে যেতে? তা আগামীকালই জানা যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন