
পাঞ্জাবকে হারিয়ে ২০২৫ আইপিএল-র ফাইনালে উঠেছে আরসিবি। আর সেই ম্যাচেই বিতর্কে জড়ালেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ভাইরাল হওয়া একাধিক ক্লিপে দেখা যাচ্ছে পাঞ্জাবের ব্যাটার মুশির খানকে 'ওয়াটার বয়' বলে কটাক্ষ করছেন।
বৃহস্পতিবার কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচের শুরু থেকেই আরসিবির পুরো টিমকেই আত্মবিশ্বাসী লাগছিল। এই ম্যাচে অধিনায়ক হয়ে রজত পাতিদার ফিরলেও কার্যত নেতার দায়িত্ব পালন করেন বিরাট। বিতর্কের সূত্রপাত সরফারজ খানের ভাই মুশির খানের ব্যাট করার সময়।
পাঞ্জাব কিংসের হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা মুশির খানকে উদ্দেশ্য করে বিরাট কোহলি 'ওয়াটার-বয়' বলে স্লেজ করেন বলে অভিযোগ উঠছে। ম্যাচের কয়েক ওভার আগেই মুশিরকে মাঠে সতীর্থদের জল সরবরাহ করতে দেখা গিয়েছিল। সেই কারণেই সম্ভবত কোহলি ওয়াটার বয়-র ইঙ্গিত করছিলেন।
মুশির খান এই ম্যাচেই আইপিএল অভিষেক করেন। তাঁকে নিয়ে কোহলির এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে একে অপমানজনক ও অপ্রয়োজনীয় বলে মনে করছেন। আবার অনেকে এটিকে মাঠের সাধারণ স্লেজিং হিসেবেই দেখছেন। বিরাট ভক্তদের একাংশ দাবি করেছেন, কোহলি মরসুমের শুরুতে মুশিরকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন এবং তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, কোয়ালিফায়ার ১-এর মতো হাই-ভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষের উপর মানসিক চাপ সৃষ্টি করা খেলোয়াড়দের একটি কৌশলগত অংশ। মুশির যখন পিবিকেএস-এর ব্যাটিং-এ শেষ ভরসা হিসেবে মাঠে নামেন, তখন কোহলি পুরো নিয়ন্ত্রণ নিজের দলে রাখতে নানা কৌশল অবলম্বন করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন