
আইপিএল কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাবকে হারিয়ে চতুর্থবারের জন্য ফাইনালে উঠলো আরসিবি। পাশাপাশি প্রথম দল হিসেবে প্লে-অফে বিশেষ নজির গড়েছে ব্যাঙ্গালোর।
বৃহস্পতিবার কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংসকে আট উইকেটে পরাজিত করে ২০২৫ আইপিএল-এর ফাইনালে উঠেছেন বিরাট কোহলিরা। ২০১৬ সালের পর অর্থাৎ দীর্ঘ ৮ বছর পর ফের ফাইনাল খেলবে ব্যাঙ্গালোর।
২০১৬ সালের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে আট রানে হেরে গিয়েছিল আরসিবি। তার আগেও ২০০৯ ও ২০১১ সালে ডেকান চার্জার্স ও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ফাইনাল হাতছাড়া হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর ফের এবার শিরোপার দিকে নজর আরসিবির।
লিগ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়লাভ করে আত্মবিশ্বাস ফিরে পায় বেঙ্গালুরু শিবির। সেই ম্যাচে স্ট্যান্ড-ইন অধিনায়ক জিতেশ শর্মা একটি দুর্দান্ত, অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেন। ম্যাচটি দলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড তৈরি করেছে।
কোয়ালিফায়ার ১-এ সেই গতি বজায় রেখে দুর্দান্ত বোলিংয়ে পাঞ্জাব কিংসকে মাত্র ১০১ রানে গুটিয়ে দেয় আরসিবি। এরপর মাত্র ১০ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে তারা। কার্যত এই জয় ছিল একেবারেই একতরফা। জয়ের পাশাপাশি আরসিবিই প্রথম কোনো দল যারা প্লে-অফে প্রতিপক্ষকে ১৫ ওভারের মধ্যে অল আউট করেছে।
অন্যদিকে, হারের পরেও পাঞ্জাব কিংসের সামনে এখনও একবার সুযোগ আছে। কোয়ালিফায়ার ২-এ গুজরাট টাইটানস অথবা মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে হবে পাঞ্জাবকে। আজ এলিমিনেটরে মুখোমুখি হবে গুজরাট এবং মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএল ২০২৫-এর জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ৩ জুন। ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন