East Bengal: ইস্টবেঙ্গলের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন দলকে আড়াই লাখ পুরস্কার! ঘোষণা ক্লাব কর্তৃপক্ষের

People's Reporter: মহিলা আইলিগের পর কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়নশীপও জিতলো ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে শ্রীভূমি এফসিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের জয় উদযাপন
ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের জয় উদযাপনছবি - সংগৃহীত
Published on

প্রথাগত নিয়ম মেনে কন্যাশ্রী কাপ ২০২৪-২৫ চ্যাম্পিয়ন টিম ক্লাব পতাকা উত্তোলন করলো ক্লাব তাঁবুতে I টিমের সব খেলোয়াড়, প্রশিক্ষক, সাপোর্টিং স্টাফরা ছাড়াও উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সাধারণ সচিব রূপক সাহা, আই.এফ.এ. সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, কার্যকরী সমিতির সদস্য মানব পাল প্রমুখI

ক্লাব পতাকা উত্তোলনের পাশাপাশি ক্লাব তাঁবুতে কেক কেটে জয়ের আনন্দ ভাগ করে নেন দলের সব সদস্য। ক্লাব সভাপতি তাঁর বক্তব্যে টিমের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং চ্যাম্পিয়ন টিমের হাতে আড়াই লক্ষ টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন I পাশাপাশি আগামীতে এ.এফ.সি. তে টিম যাতে ভালো ফল করতে পারে তার জন্য কোচকে ক্লাবের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা দেওয়ার কথাও বলেন।

ক্লাব সচিব রূপক সাহা এবং আই.এফ.এ. সভাপতি অজিত বন্দোপাধ্যায় তাঁদের বক্তব্যের মাধ্যমে টিমের খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান I কোচ অ্যান্টনি আদ্রেউস বলেন, টিমের সব খেলোয়াড়দের সাথে ক্লাবের কর্মকর্তাদের মেলবন্ধন টিম ওয়ার্কের মতো কাজ করেছে। মহিলা ফুটবলে দ্বিমুকুট জেতার পিছনে সেই ভূমিকা অনস্বীকার্য I

প্রসঙ্গত, মহিলা আই লিগের পর কন্যাশ্রী কাপও জিতে নিলো ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে শ্রীভূমি এফসিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টান টান উত্তেজান্য টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদের মহিলা ব্রিগেড।

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের জয় উদযাপন
IPL 2025: আইপিএল-র ইতিহাসে রেকর্ড গড়ে কোয়ালিফায়ার ১ নিশ্চিত করল RCB, সেঞ্চুরি করেও ব্যর্থ পন্থ
ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের জয় উদযাপন
Singapore Open: মালয়েশিয়াকে হারিয়ে দুরন্ত জয় সাত্ত্বিক-চিরাগ জুটির, হতাশ করলেন লক্ষ্য সেন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in