
সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মালয়েশিয়ান প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করলেন ভারতীয় ডবলস তারকা সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে হতাশ করলেন আর এক ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন।
বুধবার প্রথম রাউন্ডে সাত্ত্বিক-চিরাগ জুটি মালয়েশিয়ার চুং হোন জিয়ান ও মহম্মদ হাইকাল জুটিকে মাত্র ৪০ মিনিটেরও কম সময়ে ২১-১৬, ২১-১৩ ব্যবধানে পরাজিত করেন। চিরাগের পিঠের চোটের কারণে মার্চে অল ইংল্যান্ড ওপেন থেকে নাম প্রত্যাহার করার পর এটাই ছিল তাঁদের প্রথম ম্যাচ। প্রত্যাবর্তনেই নিজেদের জাত চেনালেন দুই তারকা। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে এই জুটি ২৭ নম্বরে রয়েছে এবং প্রতিপক্ষ মালয়েশিয়ান জুটি রয়েছে ৪১তম স্থানে।
চলতি মাসের শুরুতে সুদিরমান কাপে সাত্ত্বিক অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি। তবে বছরের শুরুতে তাঁরা মালয়েশিয়া ওপেন ও ইন্ডিয়া ওপেন, দুই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন।
অন্যদিকে, পুরুষদের সিঙ্গেলসে লক্ষ্য সেন হতাশ করলেন ভারতীয় সমর্থকদের। তাইওয়ানের লিন চুন-ইয়ের বিপক্ষে প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলতে থাকেন লক্ষ্য। প্রথম গেমটি ২১-১৫ ব্যবধানে জেতার পর, দ্বিতীয় গেমে ১৭-২১ পয়েন্টে হারেন লক্ষ্য সেন। তৃতীয় সেটে ৫-১৩ ব্যবধানে পিছিয়ে থাকাকালীন তিনি ম্যাচ থেকে সরে দাঁড়ান। তবে তাঁর চোট সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে মিক্সড ডবলের রোহন কাপুর ও রুথভিকা শিবানী গাড্ডে জয়লাভ করেছেন। তাঁরা আমেরিকার চেন ঝি ই ও ফ্রান্সেসকা করবেটকে ২১-১৬, ২১-১৯ স্কোরে হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠেছেন।
মহিলাদের সিঙ্গেলসে লড়াই করেও হারতে হয় আকর্ষি কাশ্যপকে। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী চীনের হান ইউয়ের বিপক্ষে প্রথম সেট ২১-১৭ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান চীনা প্রতিপক্ষ। যার ফলে ১৩-২১, ৭-২১ ব্যবধানে হেরে যান কাশ্যপ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন