IPL 2025: আইপিএল-র ইতিহাসে রেকর্ড গড়ে কোয়ালিফায়ার ১ নিশ্চিত করল RCB, সেঞ্চুরি করেও ব্যর্থ পন্থ

People's Reporter: প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ২২৭ রান। অধিনায়ক ঋষভ পন্থ ৫৭ বলে ১১৮ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দেন।
কোয়ালিফায়ার ১ নিশ্চিত করে উচ্ছ্বাস আরসিবির
কোয়ালিফায়ার ১ নিশ্চিত করে উচ্ছ্বাস আরসিবিরছবি - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফেসবুক পেজ
Published on

আইপিএল লিগ পর্যায়ের শেষ ম্যাচে লখনউকে হারিয়ে কোয়ালিফায়ার ১ নিশ্চিত করলো আরসিবি। আগামীকাল পাঞ্জাবের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা।

মঙ্গলবার কার্যত রেকর্ড গড়ে জয় ছিনিয়ে নিল আরসিবি। আইপিএল-র ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার পাশাপাশি এক মরসুমে সমস্ত অ্যাওয়ে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে আরসিবি। তারাই প্রথম দল যারা সমস্ত অ্যাওয়ে ম্যাচে জয়ী হয়েছে।

ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলানো জিতেশ শর্মা ৩৯ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তাঁর সঙ্গে অপরাজিত জুটি গড়েন মায়াঙ্ক আগরওয়াল (৪১*)।

প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ২২৭ রান। অধিনায়ক ঋষভ পন্থ ৫৭ বলে ১১৮ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দেন। তাঁকে দারুণ সঙ্গ দেন দেবদত্ত পাড়িক্কল ও মার্কাস স্টয়নিস।

জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলি (৪২) ও ফিল সল্ট (৩৮) পাওয়ারপ্লেতেই ৭৪ রান তুলে দলকে এগিয়ে দেন। এরপর মিডল অর্ডারে জিতেশ-মায়াঙ্কের ঝোড়ো ব্যাটিং লখনউয়ের বোলারদের পুরোপুরি ছন্নছাড়া করে দেয়।

১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করল আরসিবি, নেট রান রেটে পাঞ্জাব কিংসের পরে। জীতেশ শর্মার এটিই আইপিএল কেরিয়ারের সেরা ইনিংস। ম্যাচ শেষে জীতেশ শর্মা জানান, "দীনেশ কার্তিক আমাকে বলেছিলেন আমার মধ্যে যেকোনও পরিস্থিতি থেকে দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। এটি অনেক বড় ফ্র্যাঞ্চাইজি আর এই চাপটা নিতে আমার বেশ ভালোই লাগছে।"

এই জয়ের ফলে কোয়ালিফায়ার ১-এ আরসিবি মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের। অন্যদিকে, এলিমিনেটরে লড়বে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটানস।

কোয়ালিফায়ার ১ নিশ্চিত করে উচ্ছ্বাস আরসিবির
Singapore Open: দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, ব্যর্থ বাকি ভারতীয় শাটলাররা
কোয়ালিফায়ার ১ নিশ্চিত করে উচ্ছ্বাস আরসিবির
Cristiano Ronaldo: আল-নাসের ছাড়ছেন রোনাল্ডো! দেখা যেতে পারে ক্লাব বিশ্বকাপে, জল্পনা তুঙ্গে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in