Singapore Open: দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, ব্যর্থ বাকি ভারতীয় শাটলাররা

People's Reporter: মঙ্গলবার প্রথম রাউন্ডে সহজ জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ।
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুছবি - সংগৃহীত
Published on

সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডে জয় পেলেন দু'বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু। তিনি কানাডার ওয়েন ইউ ঝাং-কে মাত্র ৩১ মিনিটেই পরাজিত করেন। খেলার ফলাফল ২১-১৪ এবং ২১-৯।

মঙ্গলবার প্রথম রাউন্ডে সহজ জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। পরবর্তী রাউন্ডে তাঁকে মুখোমুখি হতে হবে টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী এবং বর্তমান বিশ্ব র‍্যাঙ্কিং-এ ৫ নম্বরে থাকা চীনের চেন ইউ ফেই-এর সঙ্গে।

অন্যদিকে, ভারতের অন্যান্য শাটলারা আন্তর্জাতিক মঞ্চে হতাশাজনক পারফর্ম করেন। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন মালবিকা বানসোর, আনমোল খার্ব, প্রিয়াংশু রাজাওয়াত, কিরণ জর্জ এবং আর. সন্তোষ রামরাজ।

মালবিকা এবং প্রিয়াংশু দুজনেই এক গেমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজিত হন। মালবিকা থাইল্যান্ডের অষ্টম বাছাই সুপানিদা কাটেথং-এর কাছে ২১-১৪, ১৮-২১, ১১-২১ গেমে হারেন। প্রিয়াংশু হারেন জাপানের সপ্তম বাছাই কোডাই নারাওকার কাছে ২১-১৪, ১০-২১, ১৪-২১।

আনমোল খার্ব প্রতিদ্বন্দ্বিতা করলেও চীনের চেনের কাছে ১১-২১, ২২-২৪ ব্যবধানে হার মানেন। অন্যদিকে, কিরণ জর্জ চীনের ওয়েং হং ইয়াং-এর কাছে ১৯-২১, ১৭-২১ গেমে পরাজিত হন এবং সন্তোষ রামরাজ দক্ষিণ কোরিয়ার কিম গা ইউনের কাছে ১৪-২১, ৮-২১ ব্যবধানে পরাজিত হন।

মিক্সড ডবলসেও ভালো ফল করতে পারেননি ভারতীয় শাটলাররা। ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টোর জুটি চীনের চেং জিং ও ঝাং চি-এর কাছে ১৮-২১, ১৩-২১ গেমে হারেন। একইভাবে অশিথ সূর্য ও অমরুতা পারমুথেশ জাপানের ইউইচি শিমোগামি ও সায়াকা হোবারার কাছে ১১-২১, ১৭-২১ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন।

পি ভি সিন্ধু
Cristiano Ronaldo: আল-নাসের ছাড়ছেন রোনাল্ডো! দেখা যেতে পারে ক্লাব বিশ্বকাপে, জল্পনা তুঙ্গে
পি ভি সিন্ধু
IPL 2025: কোয়ালিফায়ার ১ নিশ্চিত করে উচ্ছ্বসিত শ্রেয়াস, জয়ের কৃতিত্ব দিলেন পাঞ্জাব কোচ পন্টিংকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in