
বিসিসিআই-র ভারপ্রাপ্ত সভাপতি হতে চলেছেন বর্তমান সহ-সভাপতি পদে থাকা রাজীব শুক্লা। বয়স জনিত কারণে আগামী ১৯ জুলাই মেয়াদ শেষ হচ্ছে বিসিসিআই সভাপতি রজার বিনির। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই দায়িত্ব পালন করবেন রাজীব শুক্লা।
আগামী ১৯ জুলাই ৭০ বছর বয়স হবে রজার বিনির। বিসিসিআই-র নিয়মানুযায়ী ৭০ বছর বা তার বেশি বয়সের কোনো ব্যক্তি বোর্ড সভাপতি পদে থাকতে পারবেন না। ফলে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রাজীব শুক্লা দায়িত্ব গ্রহণ করতে পারেন।
সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভার পর রাজীব শুক্লা স্থায়ী সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২২ সালে সৌরভ গাঙ্গুলির পর বিসিসিআই সভাপতির দায়িত্ব নেন রজার বিনি। তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দুটি গুরুত্বপূর্ণ সাফল্যের মুখ দেখে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয় করে টিম ইন্ডিয়া।
তাছাড়া, বিনির আমলেই মহিলাদের জন্য আইপিএলের আদলে উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) চালু করা হয়, যা মহিলা ক্রিকেটের প্রসারে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করে। ঘরোয়া ক্রিকেটকেও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়, যার মধ্যে খেলোয়াড়দের জন্য ভালো বেতন, সিনিয়র খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নিশ্চিত করার মতো পদক্ষেপ উল্লেখযোগ্য।
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন অলরাউন্ডার বিনি। তিনি ভারতের হয়ে ২৭টি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। ১৯৮৩ বিশ্বকাপে ১৮টি উইকেট নিয়ে তিনি ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। খেলোয়াড় জীবনের পর বিনি কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিসিসিআই নির্বাচন কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অন্যদিকে, রাজীব শুক্লাও ভারতের ক্রিকেট জগতে এবং রাজনৈতিক জগতে পরিচিত মুখ। তিনি কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ এবং অতীতে আইপিএলের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। বিসিসিআইয়ের প্রশাসনিক পরিসরে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
এর আগে, ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটির সময়ে সি কে খান্না ৩৩ মাস ধরে ভারপ্রাপ্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন