IPL 2025: 'রাজনৈতিক কারণেই ইডেন থেকে ম্যাচ সরেছে' - আহমেদাবাদে বৃষ্টি হতেই সরব অরূপ বিশ্বাস

People's Reporter: সামান্য বৃষ্টিতে ২ ঘন্টার পরে ম্যাচ শুরু হওয়ায় প্রশ্ন রয়ে গেলো বোর্ডের আবহাওয়া পূর্বাভাস নিয়ে। আহমেদাবাদে বৃষ্টি হলেও কলকাতাতে বৃষ্টি হয়নি।
IPL 2025: 'রাজনৈতিক কারণেই ইডেন থেকে ম্যাচ সরেছে' - আহমেদাবাদে বৃষ্টি হতেই সরব অরূপ বিশ্বাস
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আহমেদাবাদে কোয়ালিফায়ার ২ তে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল-এর ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। তবে ম্যাচ নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় বৃষ্টির কারণে। অথচ এই ম্যাচই বৃষ্টির 'অজুহাত' দেখিয়ে ইডেন থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যায় বিসিসিআই। যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

সামান্য বৃষ্টিতে ২ ঘন্টার পরে ম্যাচ শুরু হওয়ায় প্রশ্ন রয়ে গেলো বোর্ডের আবহাওয়া পূর্বাভাস নিয়ে। আহমেদাবাদে বৃষ্টি হলেও কলকাতাতে বৃষ্টি হয়নি। ইডেনে কোয়ালিফায়ার ২ আর ফাইনাল করাই যেত। কিন্তু দুটি ম্যাচই সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আমি আগেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলাম যে ইডেন থেকে প্লে অফ এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এদিন এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল। বিসিসিআই ও আইপিএলের গভর্নিং বডি যে স্যাটেলাইটের থ্রু দিয়ে আবহাওয়াবিদ হয়ে বলেছিল এই সময় কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে ইডেন থেকে প্লে অফ ও ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়া হলো গুজরাটে, সেই স্যাটেলাইট যে রাজনৈতিক সংক্রান্ত বিষয়ে প্রভাবিত হয়ে এই রিপোর্ট দিয়েছিল তা পরিষ্কার বোঝা গেল।"

তিনি আরও বলেন, "সম্পূর্ণ রাজনৈতিক কারণে কলকাতার ক্রিকেটপ্রেমীরা যে বঞ্চিত হলেন তা স্পষ্ট হয়ে গেল। যে স্যাটেলাইটের মাধ্যমে কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই স্যাটেলাইট ধরতেই পারল না যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও বৃষ্টি হতে পারে। কারণটা কোনোভাবেই আবহাওয়া সংক্রান্ত নয়, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বাংলাকে বঞ্চনা করার লক্ষ্য নিয়ে করা।"

উল্লেখ্য, অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব ১১ বছর পর আইপিএল ফাইনালে উঠলো। ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বিধ্বংসী ইনিংসে রয়েছে ৮টি ছয়, ৫টি চার। নিঃসন্দেহে আইপিএলে শ্রেয়সের সেরা ইনিংস।

প্রথমে ব্যাট করে ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে মুম্বই। জবাবে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটের বিনিময়ে জয়সূচক রানে পৌঁছে যায় পাঞ্জাব। ফাইনালে আরসিবির সামনে পাঞ্জাব। আইপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন।

IPL 2025: 'রাজনৈতিক কারণেই ইডেন থেকে ম্যাচ সরেছে' - আহমেদাবাদে বৃষ্টি হতেই সরব অরূপ বিশ্বাস
Bipin Singh: ৭ বছরের সম্পর্কের ইতি, বিপিনকে বিশেষ সম্মান মুম্বই সিটি এফসির!
IPL 2025: 'রাজনৈতিক কারণেই ইডেন থেকে ম্যাচ সরেছে' - আহমেদাবাদে বৃষ্টি হতেই সরব অরূপ বিশ্বাস
East Bengal: ইস্টবেঙ্গলের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন দলকে আড়াই লাখ পুরস্কার! ঘোষণা ক্লাব কর্তৃপক্ষের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in