D Gukesh: নরওয়ে দাবায় হেরে মেজাজ হারালেন কার্লসেন! জিতেও সন্তুষ্ট নন বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ

People's Reporter: গুকেশ এবং কার্লসেনের ম্যাচের শেষ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। যেখানে কার্লসেনকে হেরে গিয়ে টেবিলে জোরে আঘাত করতে দেখা যায়।
ডি গুকেশ এবং কার্লসেন
ডি গুকেশ এবং কার্লসেনছবি - সংগৃহীত
Published on

নরওয়ে দাবা ২০২৫ টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে নজির গড়লেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ। দ্বিতীয় ভারতীয় হিসেবে কার্লসেনকে ক্লাসিক্যাল দাবায় পরাজিত করলেন তিনি। ম্যাচ হেরে রীতিমতো মেজাজ হারালেন কার্লসেন।

গুকেশ এবং কার্লসেনের ম্যাচের শেষ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তে। যেখানে কার্লসেনকে হেরে গিয়ে টেবিলে জোরে ঘুষি মারতে দেখা যায়। তিনি যে মেজাজ হারিয়েছেন তা ওই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে। পরে যদিও গুকেশের সঙ্গে করমর্দন ও পিঠে হাত দিয়ে খেলোয়াড়সুলভ মনোভাব দেখান ওই গ্র্যান্ডমাস্টার।

ম্যাচ জিতে গুকেশ বলেন, "এই জয়টা আমি যেমনটা চাইছিলাম তেমন হয়নি, তবে ঠিক আছে।" কার্লসেনের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে গুকেশ হালকা হাসিতে বলেন, “আমি নিজের কেরিয়ারেও অনেকবার টেবিলে আঘাত করেছি, ওর আবেগটা বুঝতে পারি।”

এটি ছিল গুকেশের ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ক্লাসিক্যাল জয়। এর ফলে তিনি রমেশবাবু প্রজ্ঞানানন্দর পর দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে কার্লসেনকে ক্লাসিক্যাল দাবায় হারানোর কৃতিত্ব অর্জন করলেন।

রবিবার হারের পর এই ম্যাচে গুকেশের প্রত্যাবর্তন ছিল চমকপ্রদ। যদিও ম্যাচের অধিকাংশ সময়ই কার্লসেন এগিয়ে ছিলেন। শেষ মুহূর্তে নিজের স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে রেখে বাজিমাত করেন গুকেশ।

গুকেশের কোচ, গ্র্যান্ডমাস্টার বিষ্ণু প্রসন্ন এই জয়ে বেশ আনন্দিত। তিনি বলেন, “গুকেশ জানত যে, সে বেশিরভাগ সময় পিছিয়ে ছিল, তবুও সে থামেনি। তার জেদ এবং কৌশলের কারণেই এই জয় সম্ভব হয়েছে। আমি নিশ্চিত, সে এই ফল নিয়ে খুশি।”

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে গুকেশ ৮.৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে। মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছেন কার্লসেন ও আমেরিকান গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানার থেকে।

গুকেশের এই জয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স মাধ্যমে লেখেন, "আমরা তোমার জন্য গর্বিত গুকেশ! নরওয়ে দাবাতে ম্যাগনাস কার্লসনকে হারানোটা অসাধারণ ছিল, সত্যিই অমূল্য! ভারতীয় দাবার জন্য এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। খুব ভালো।"

ডি গুকেশ এবং কার্লসেন
BCCI: বয়সজনিত কারণে মেয়াদ শেষ হচ্ছে রজার বিনির, বিসিসিআই সভাপতির দৌড়ে রাজীব শুক্লা
ডি গুকেশ এবং কার্লসেন
Glenn Maxwell: 'নতুনদের জন্য জায়গা ছাড়তে হবে' - একদিনের ক্রিকেটকে বিদায় বিশ্বকাপ জয়ী অলরাউন্ডারের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in