
১৮ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল ট্রফি চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কথা রাখলেন অধিনায়ক রজত পাতিদার। কোহলির জন্য কাপ জিতলো বেঙ্গালুরু। আর এই জয়ে উচ্ছ্বসিত বেঙ্গালুরুকে তৈরি করা বিজয় মালিয়া।
মঙ্গলবার 'চোকার্স' তকমা ঘুচলো আরসিবির। পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে ২০২৫ আইপিএল চ্যাম্পিয়ন হলেন বিরাট কোহলিরা। অধরা ট্রফি জিতে স্বপ্ন পূরণ হল কোহলির। চ্যাম্পিয়ন হয়ে বিজয় মালিয়া নিজের এক্স মাধ্যমে লেখেন, "যখন আমি আরসিবি প্রতিষ্ঠা করি তখন আমার স্বপ্ন ছিল আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে আসুক। কিংবদন্তি কিং কোহলিকে তরুণ তারকা হিসেবে বেছে নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল এবং এটা অসাধারণ যে তিনি ১৮ বছর ধরে আরসিবির সাথে আছেন।"
পাশাপাশি তিনি লেখেন, "ইউনিভার্স বস ক্রিস গেইল এবং মিস্টার ৩৬০ এবি ডিভিলার্সকে বেছে নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, যারা আরসিবির ইতিহাসের এক অবিস্মরণীয় অংশ। অবশেষে, আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে এসে পৌঁছেছে। আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যাঁরা কাজ করেছেন তাঁদের সবাইকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ। আরসিবি ভক্তরা সেরা এবং তাঁরা আইপিএল ট্রফি পাওয়ার যোগ্য। ই সালা কাপ বেঙ্গালুরু বারুতে (এবার কাপ বেঙ্গালুরুতে আসছে)!"
শুধু বিজয় মালিয়াই নন ১৮ বছর ধরে বেঙ্গালুরুর হয়ে খেলা বিরাট কোহলিও ভাসলেন আবেগে। মাঠের মধ্যেই খুশিতে কেঁদে ফেললেন তিনি। ম্যাচ শেষে কোহলি বলেন, "অসাধারণ মুহূর্ত। এত বছর পর আমরা কাপ জিতলাম। আমি প্রথম থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছি। চাইতাম চ্যাম্পিয়ন হই। আগেও সুযোগ ছিল কিন্তু হয়নি। এবার স্বপ্নপূরণ হয়েছে। আর সমর্থকদের বলবো লাগাতার সমর্থন করার জন্য ধন্যবাদ। আমার হৃদয় ও আত্মা সবসময় বেঙ্গালুরর সাথে রয়েছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন