ISL 2024-25: শুধু রেফারি নয়, ভুল নিজেদেরও - কেরালা ম্যাচের আগে ইস্টবেঙ্গলের খারাপ ফল নিয়ে দাবি কোচের

People's Reporter: অস্কার বলেন, 'সুপার সিক্সে যেতে পারব কিনা জানি না। তবে চেষ্টা করব আমরা। কেরালা ভালো দল। আক্রমণাত্মক ফুটবল খেলে।
লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোন
লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোনছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চলতি আইএসএলে ১১ নম্বরে রয়েছে টিম ইস্টবেঙ্গল। সুপার সিক্সে যাওয়া একপ্রকার অনিশ্চিত। এই অবস্থায় কেরালা ব্লাস্টার্স দলের বিরুদ্ধে শুক্রবার যুবভারতীতে নামবে লাল হলুদ ব্রিগেড।

লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন জানান, 'সত্যি বলতে যে ভাবে শেষ তিনটে ম্যাচ আমাদের শেষ হয়েছে তাতে আমরা খুশি নই। তবে ইতিবাচক দিকগুলোর দিকে তাকাতে হবে। আমরা আইএসএলের সেরা দলগুলোর বিপক্ষে খেলেছি। ফলাফলও আমাদের পক্ষে যায়নি। যদি ছোটখাটো ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম তা হলে ভালো ফল হত। ভালো খেলেছি। কিন্তু ম্যাচ জিততে পারিনি। রেফারি ছাড়াও আমাদের নিজেদেরও ভুল ছিল।'

তিনি আরও বলেন, 'আমাদের সমস্যা দলগঠন নিয়ে। হেক্টর অনুশীলনে ফিরলেও পুরো ৯০ মিনিট খেলার জন্য তৈরি নয়। সাউল ক্রেসপো এখনও সুস্থ হওয়ার চেষ্টা করছে। বাকি বিদেশিরা খেলার জন্য তৈরি। এছাড়া মহম্মদ রাকিপ, প্রভাত লাকরা, আনোয়ার আলি, মার্ক জোথানপুইয়াকে সুস্থ করার চেষ্টা চালানো হচ্ছে। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা ঘুরে দাঁড়াব।'

এছাড়া অস্কার বলেন, 'সুপার সিক্সে যেতে পারব কিনা জানি না। তবে চেষ্টা করব আমরা। কেরালা ভালো দল। আক্রমণাত্মক ফুটবল খেলে। আমাদের ডিফেন্স আরও জোরদার হতে হবে। এই পারফরমেন্স দলের সামগ্রিক ব্যর্থতা। কারোর একার দায় নেই।'

লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোন
Australian Open: অধরা ২৫তম গ্র্যান্ড স্লাম জয়, অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জকোভিচের
লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোন
Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোতায়েন ১৭,০০০ নিরাপত্তারক্ষী! প্রস্তুতি পাক প্রশাসনের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in