
১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চলতি আইএসএলে ১১ নম্বরে রয়েছে টিম ইস্টবেঙ্গল। সুপার সিক্সে যাওয়া একপ্রকার অনিশ্চিত। এই অবস্থায় কেরালা ব্লাস্টার্স দলের বিরুদ্ধে শুক্রবার যুবভারতীতে নামবে লাল হলুদ ব্রিগেড।
লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন জানান, 'সত্যি বলতে যে ভাবে শেষ তিনটে ম্যাচ আমাদের শেষ হয়েছে তাতে আমরা খুশি নই। তবে ইতিবাচক দিকগুলোর দিকে তাকাতে হবে। আমরা আইএসএলের সেরা দলগুলোর বিপক্ষে খেলেছি। ফলাফলও আমাদের পক্ষে যায়নি। যদি ছোটখাটো ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম তা হলে ভালো ফল হত। ভালো খেলেছি। কিন্তু ম্যাচ জিততে পারিনি। রেফারি ছাড়াও আমাদের নিজেদেরও ভুল ছিল।'
তিনি আরও বলেন, 'আমাদের সমস্যা দলগঠন নিয়ে। হেক্টর অনুশীলনে ফিরলেও পুরো ৯০ মিনিট খেলার জন্য তৈরি নয়। সাউল ক্রেসপো এখনও সুস্থ হওয়ার চেষ্টা করছে। বাকি বিদেশিরা খেলার জন্য তৈরি। এছাড়া মহম্মদ রাকিপ, প্রভাত লাকরা, আনোয়ার আলি, মার্ক জোথানপুইয়াকে সুস্থ করার চেষ্টা চালানো হচ্ছে। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা ঘুরে দাঁড়াব।'
এছাড়া অস্কার বলেন, 'সুপার সিক্সে যেতে পারব কিনা জানি না। তবে চেষ্টা করব আমরা। কেরালা ভালো দল। আক্রমণাত্মক ফুটবল খেলে। আমাদের ডিফেন্স আরও জোরদার হতে হবে। এই পারফরমেন্স দলের সামগ্রিক ব্যর্থতা। কারোর একার দায় নেই।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন