ISL 2024-25: ফাইনালের দিন আহত হয়েছেন বেঙ্গালুরু সমর্থকরা! মোহনবাগানের বিরুদ্ধে অভিযোগ

People's Reporter: লিখিত চিঠিতে বেঙ্গালুরু অভিযোগ করেছে, আইএসএল কাপ ফাইনাল চলাকালীন মাঠেই তাদের সমর্থকদের দিকে বাজি ছোড়েন মোহনবাগানের কিছু সমর্থক।
বেঙ্গালুরু এফসির সমর্থকরা
বেঙ্গালুরু এফসির সমর্থকরাছবি - ইন্ডিয়ান সুপার লিগের ফেসবুক পেজ
Published on

আইএসএল ফাইনালে যুবভারতীতে মোহনবাগানের কাছে ২-১ গোলে পরাজিত হয় বেঙ্গালুরু এফসি। হারের পরে মোহনবাগানের বিরুদ্ধে আয়োজক এফএসডিএল আর এআইএফএফ-এর কাছে অভিযোগ জানালো বেঙ্গালুরু। তাদের অভিযোগ, মোহনবাগান সমর্থকরা বেঙ্গালুরু এফসি সমর্থকদের লক্ষ্য করে বাজি ছুড়েছেন।

লিখিত চিঠিতে বেঙ্গালুরু অভিযোগ করেছে, আইএসএল কাপ ফাইনাল চলাকালীন মাঠেই তাদের সমর্থকদের দিকে বাজি ছোড়েন মোহনবাগানের কিছু সমর্থক। সেই বাজির আঘাতে বেঙ্গালুরুর এক সমর্থকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কয়েক জন সমর্থকের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে।'

বেঙ্গালুরুর মালিক পার্থ জিন্দলও বাজিতে আক্রান্ত হয়েছেন, সেটা তিনি ম্যাচের পরেই বলেছেন। আইএসএল ফাইনালের আয়োজক এফএসডিএল হলেও কলকাতার যুবভারতীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বেঙ্গালুরু। কীভাবে মাঠে বাজি নিয়ে পুলিশ ঢোকার অনুমতি দিল সেটাও জানতে চাওয়া হয়েছে।

এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন পার্থ। পরে যুবভারতী ছাড়ার সময় সাংবাদিকদের দেখিয়ে যান কীভাবে তাঁর বাঁ হাতের কনুইয়ের কাছে বাজিতে পুড়ে গিয়েছে। প্রসঙ্গত জামশেদপুরে প্রথম লেগের সেমিফাইনালে মোহনবাগান সমর্থকরা জামশেদপুর পুলিশের হাতে আক্রান্ত হন। এবার বেঙ্গালুরু সমর্থকদের আহত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। সব মিলিয়ে আইএসএল-এ সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

বেঙ্গালুরু এফসির সমর্থকরা
ISL 2024-25: জামশেদপুরে আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, পুলিশের ভূমিকায় প্রশ্ন দেবাশিসের
বেঙ্গালুরু এফসির সমর্থকরা
'ক্রিকেট বিশ্বে এখনও তাঁদের প্রয়োজন' - ইংল্যান্ড টেস্টে রোহিত-বিরাটকে দলে রাখার পরামর্শ গেইলের!
বেঙ্গালুরু এফসির সমর্থকরা
Kalinga Super Cup 25: ক্লেটন-কোচের মধ্যে দ্বন্দ্ব! সুপার কাপের আগে অস্বস্তিতে ইস্টবেঙ্গল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in