

আইএসএল ফাইনালে যুবভারতীতে মোহনবাগানের কাছে ২-১ গোলে পরাজিত হয় বেঙ্গালুরু এফসি। হারের পরে মোহনবাগানের বিরুদ্ধে আয়োজক এফএসডিএল আর এআইএফএফ-এর কাছে অভিযোগ জানালো বেঙ্গালুরু। তাদের অভিযোগ, মোহনবাগান সমর্থকরা বেঙ্গালুরু এফসি সমর্থকদের লক্ষ্য করে বাজি ছুড়েছেন।
লিখিত চিঠিতে বেঙ্গালুরু অভিযোগ করেছে, আইএসএল কাপ ফাইনাল চলাকালীন মাঠেই তাদের সমর্থকদের দিকে বাজি ছোড়েন মোহনবাগানের কিছু সমর্থক। সেই বাজির আঘাতে বেঙ্গালুরুর এক সমর্থকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কয়েক জন সমর্থকের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে।'
বেঙ্গালুরুর মালিক পার্থ জিন্দলও বাজিতে আক্রান্ত হয়েছেন, সেটা তিনি ম্যাচের পরেই বলেছেন। আইএসএল ফাইনালের আয়োজক এফএসডিএল হলেও কলকাতার যুবভারতীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বেঙ্গালুরু। কীভাবে মাঠে বাজি নিয়ে পুলিশ ঢোকার অনুমতি দিল সেটাও জানতে চাওয়া হয়েছে।
এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন পার্থ। পরে যুবভারতী ছাড়ার সময় সাংবাদিকদের দেখিয়ে যান কীভাবে তাঁর বাঁ হাতের কনুইয়ের কাছে বাজিতে পুড়ে গিয়েছে। প্রসঙ্গত জামশেদপুরে প্রথম লেগের সেমিফাইনালে মোহনবাগান সমর্থকরা জামশেদপুর পুলিশের হাতে আক্রান্ত হন। এবার বেঙ্গালুরু সমর্থকদের আহত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। সব মিলিয়ে আইএসএল-এ সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন