
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। ইংল্যান্ড সফরকে সামনে রেখে এই দুই অভিজ্ঞ তারকাকে টেস্ট দলে রাখার পক্ষে মত দিলেন 'দ্য ইউনিভার্স বস'।
আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে রাখা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে গেইলের মতে তাঁদের দু'জনকেই দলে রাখা প্রয়োজন। প্রো ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে গেইল বলেন, “অবশ্যই তাঁরা এখনও খেলছেন এবং তাঁদের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। তাঁদের বাইরে ঠেলে দেবেন না। ক্রিকেট বিশ্বের যতটা সম্ভব তাঁদের দরকার।”
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুটি টেস্ট সিরিজ হারের পর রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও বিসিসিআই নির্বাচকরা তাঁকে সরাতে রাজি নন। সূত্রের খবর রোহিত শর্মাকে অধিনায়ক রেখেই দল নির্বাচন করবে বিসিসিআই।
তবে ভারতের জন্য চ্যালেঞ্জ রয়েছে। রোহিত ২০২৪-২৫ মরশুমে মাত্র ১০.৯৩ গড়ে রান করেছেন, অন্যদিকে বিরাট ২২.৮৭ গড়ে ব্যাট করেছেন। টেস্টে বিরাটের ফর্ম নিয়েও সমালোচনা চলছে।
উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ভারতীয় দল ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে ৪৫ দিনের ইংল্যান্ড সফর শুরু করবে। ২ জুলাই থেকে এজবাস্টনের শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ১০ জুলাই থেকে। এই ম্যাচটি হবে লর্ডসে। ২৩ জুলাই শুরু হবে চতুর্থ টেস্ট। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড। ৩১ জুলাই ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট।
অন্যদিকে, গেইল, যিনি গাজিয়াবাদ ভবানী টাইগার্সের হয়ে খেলবেন, প্রশংসা করেছেন তাঁর প্রাক্তন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও। তরুণ অধিনায়ক রজত পতিদারকে "ইতিবাচক ও উদ্যমী" বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি ভারতীয় তরুণ ব্যাটার অভিষেক শর্মার বিস্ফোরক ৫৫ বলে ১৪১ রানকেও "দুর্দান্ত ইনিংস" বলে বর্ণনা করেছেন গেইল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন