Kalinga Super Cup 25: ক্লেটন-কোচের মধ্যে দ্বন্দ্ব! সুপার কাপের আগে অস্বস্তিতে ইস্টবেঙ্গল

People's Reporter: রবিবার নিউটাউনের উৎকর্ষ কেন্দ্রে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নেয় ইস্টবেঙ্গল। ওই ম্যাচেই সমস্যার সৃষ্টি হয়।
ক্লেটন সিলভা
ক্লেটন সিলভাছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

আগামী ২০ এপ্রিল শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। তার আগে অস্বস্তিতে ইস্টবেঙ্গল শিবির। জানা যাচ্ছে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলিয়ার স্ট্রাইকার ক্লেটন সিলভা এবং কোচ অস্কারের মধ্যে দ্বন্দ্ব দেখা গেছে। যা চিন্তায় রাখছে গোটা লাল-হলুদ ম্যানেজমেন্টকে।

এক দিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান আইএসএলের লিগ শিল্ড এবং কাপ জিতে উচ্ছ্বাসে মেতেছে। অন্যদিকে কলকাতারই আরেক শতাব্দী প্রাচীন ক্লাব সমস্যায় জর্জরিত। রবিবার নিউটাউনের উৎকর্ষ কেন্দ্রে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নেয় ইস্টবেঙ্গল। ওই ম্যাচেই সমস্যার সৃষ্টি হয়।

সূত্রের খবর, ক্লেটনকে তাঁর পছন্দের পজিশন থেকে সরিয়ে অন্য একটি স্থানে খেলাতে চান কোচ অস্কার। শুরু থেকেই ক্লেটনকে নির্দেশ দেন বেশি প্রেস করতে। কিন্তু ক্লেটন কোচের সিদ্ধান্তে আপত্তি জানান এবং নিজের মতো খেলতে চান বলে জানিয়ে দেন। এর জেরে দু’জনের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্লেটন মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং সোজা হোটেলে ফিরে যান। আনোয়ার আলির গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল।

দলীয় সূত্রে খবর, বেশকিছু দিন ধরেই অস্কার এবং ক্লেটনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিকল্প না থাকায় আইএসএল-এ ক্লেটনকেই খেলাতে বাধ্য হন অস্কার। তবে এই পরিস্থিতিতে অনুমান করা হচ্ছে দল ছাড়তে পারেন ক্লেটন সিলভা।

এখানেই থেমে নেই সমস্যা। জানা যাচ্ছে, দলের টেকনিক্যাল বিভাগের মধ্যেও নতুন করে অশান্তির সম্ভাবনা দেখা দিয়েছে।

সব মিলিয়ে, সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের পরিস্থিতি মোটেই ইতিবাচক নয়। মাঠের বাইরের এই অশান্তি শেষমেশ দলের পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে ফুটবল মহল।

ক্লেটন সিলভা
ISL Final 2024-25: তৈরী ইতিহাস, লিগ শিল্ড-এর পর আইএসএল কাপও জিতলো মোহনবাগান
ক্লেটন সিলভা
IPL 2025: বিরাট ধাক্কা গুজরাটের! গোটা আইপিএল মরসুম থেকে ছিটকে গেলেন এই তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in